
নয়াদিল্লি: আর কিছুটা সময়ের অপেক্ষা। পরের বছরই দালাল স্ট্রিটে পা রাখছেন মুকেশ অম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পর বিনিয়োগকারীদের নজর কাড়বে জিও-র আইপিও। সংস্থার ৪৮ তম বার্ষিকী সভায় সেই IPO দিনক্ষণ প্রায় ঘোষণাই করে দিয়েছেন তিনি।
আগামী বছরের প্রথম পর্যায়েই জিও-র IPO বাজারে চলে আসবে বলেই জানিয়েছেন অম্বানি। তাঁর কথায়, “আমি খুব গর্বের সঙ্গে ঘোষণা করছি, জিও এবার নিজেদের IPO তৈরি করতে চলেছে। আমরা আশাবাদী যে ২০২৬ সালের মধ্য়ে অনুমোদনের প্রক্রিয়া শেষ হবে। টক্কড় দেবে বিশ্বব্যাপী প্রতিদ্বন্দ্বীদেরও।”
তিনি আরও বলেন, “জিও দেশের প্রায় প্রতিটি মানুষের মোবাইল ও বাড়ির ব্রডব্যান্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন ঘরে ঘরে জিও-র ইন্টারনেট। যা ডিজিটাল দুনিয়াকে এনেছে তাদের হাতের মুঠোয়। প্রতিটি বাড়ি হয়েছে ‘স্মার্ট’। এবার জিও দেশের প্রতিটা ব্যবসাকেও ডিজিটালাইজও করবে।”
শুধুই ডিজিটাল প্রযুক্তি নয়। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাকেও জিও প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেবে বলে দাবি করেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানি। তাঁর কথায়, “ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিপ্লব সূচনাও জিও ঘটাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা হবে সকলের, সর্বক্ষণের ও সর্বত্র, এটাই আমাদের দৃঢ় সংকল্প। আর এই প্রযুক্তিকে ব্য়বহার করে জিও ছড়িয়ে পড়বে ভারতের বাইরেও।”