
নয়াদিল্লি: একযোগে হবে সেভিংস, মিলবে জীবন বিমাও। এলআইসি-র এই পলিসি নজর কেড়েছে একাংশের। ম্যাচিওর হলেই হাতে তুলে দিচ্ছে লক্ষ লক্ষ টাকা। যার জন্য ব্যয় অতি সামান্য বললেই চলে। কী এই পলিসি? নামটাই বা কী?
নাম LIC ‘জীবন আনন্দ’ (প্ল্য়ান নং ৯১৫)। এটি একটি জীবন বিমা। কিন্তু মন চাইলে ব্যবহার করা যেতে পারে সেভিংস হিসাবেও। অর্থাৎ ম্য়াচিওর হওয়া পর্যন্ত উপভোক্তা সুস্থ থাকলে, তুলে নেওয়া যাবে টাকা। কিন্তু উল্টো কোনও বিপদ ঘটলে, তখন পরিবার পাবে সাহারা। কিন্তু কত টাকা বিনিয়োগ করতে হবে?
৪৫ টাকায় ২৫ লক্ষ টাকার সেভিংস
এই ‘জীবন আনন্দ’ বিমা পলিসি এমন ভাবেই সাজানো যে তা কোনও গ্রাহকের পকেটে চাপ তৈরি নয়, বরং দীর্ঘমেয়াদী বড় অঙ্কের রিটার্ন নিশ্চিত করবে। কীভাবে? উদাহরণ তুলে ধরে বোঝা যাক —
ধরা যাক, একজন গ্রাহকের বয়স ৩৫ বছর। তিনি ৫ লক্ষ টাকার এই বিমা পলিসিটি শুরু করলেন। পলিসির মেয়াদ এক্ষেত্রে ৩৫ বছর। বার্ষিক প্রিমিয়াম ১৬ হাজার ৩০০ টাকা। তা হলে মাসিক খরচ ১ হাজার ৪০০ টাকা। অর্থাৎ দৈনিক কেউ ৪৫ থেকে ৪৬ টাকা সাশ্রয় করতে পারলে, সহজেই চালানো যাবে এই বিমা। ৩৫ বছর পর হাতে কত পাচ্ছেন? হিসাব খুব সহজ। প্রতি মাসের প্রিমিয়াম বাবদ আনুমানিক ৫ লক্ষ ৮৮ হাজার টাকা। এছাড়াও আগে থেকে জমানো ৫ লক্ষ টাকা। সঙ্গে পলিসি ম্যাচিওর হলে বোনাস হারের উপর ভিত্তি করে মিলবে প্রায় ১৯ লক্ষ টাকা। সব মিলিয়ে গড়ে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা প্রাপ্য থাকছে। এদিকে মাসে খরচ দাঁড়াচ্ছে মাত্র ১৪০০ টাকা। দিনে মাত্র ৪৫ টাকা।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।