Jio-তে মাত্র ১০০ টাকার প্ল্যানে এত কিছু! সস্তার প্ল্যানে চমক দিল সংস্থা
Jio: রিলায়েন্স জিও-র গ্রাহকরা এখন একটি নির্দিষ্ট প্রিপেইড রিচার্জ প্ল্যান বেছে নিলে জিও হটস্টারে বিনামূল্যে অ্যাক্সেস পেতে পারেন।

নয়া দিল্লি: JioCinema এবং Disney+ Hotstar মিলে যাওয়ার পর রিলায়েন্স জিও তাদের সমস্ত রিচার্জ প্ল্যান থেকে বেসিক JioCinema সরিয়ে দিয়েছে। রবিবার সংস্থার তরফে একটি নতুন ডেটা-ওনলি রিচার্জ প্ল্যান চালু করা হয়েছে, যার মধ্যে ৯০ দিনের Jio Hotstar সাবস্ক্রিপশন এবং ১০০ টাকায় ৫ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটি বর্তমানে Jio.com-এর তালিকাভুক্ত, যার মেয়াদ ৯০ দিন।
এই নতুন ১০০ টাকার প্ল্যানটি মূলত সেইসব ব্যবহারকারীদের জন্য যারা কম দামে Hotstar সাবস্ক্রাইব করতে চান।
রিলায়েন্স জিও-র গ্রাহকরা এখন একটি নির্দিষ্ট প্রিপেইড রিচার্জ প্ল্যান বেছে নিলে জিও হটস্টারে বিনামূল্যে অ্যাক্সেস পেতে পারেন। এই প্ল্যানের দাম ১০০ টাকা এবং এর মেয়াদ ৯০ দিন। এই প্ল্যানে আপনি Jio Hotstar-এর সাবস্ক্রিপশন পাবেন বিনামূল্যে। তবে এই প্ল্যানে বিজ্ঞাপন দেখতে হবে গ্রাহকদের। এই প্ল্যানে মোট ৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়, ডেটা শেষ হয়ে গেলে, ইন্টারনেটের গতি কমে ৬৪ কেবিপিএসে নেমে যাবে। সাবস্ক্রিপশনটি মোবাইল এবং টিভি উভয় ক্ষেত্রেই কাজ করবে।
যারা বেশি ডেটা চান, তাদের জন্য রয়েছে ১৯৫ টাকার প্রিপেইড প্ল্যান। ক্রিকেট ডেটা প্যাক হিসেবে চালু হওয়া এই প্ল্যানে ১৫ জিবি হাই-স্পিড ইন্টারনেট অন্তর্ভুক্ত রয়েছে। আর যদি ভয়েস কলিং এবং এসএমএস লাগে, তাহলে রয়েছে ৯৪৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান





