
নয়া দিল্লি: সিনেমা হলের টিকিটের দাম আর নেহাত কম নেই। তার সঙ্গে পপকর্ন বা পেপসি খেতে গেলে তো পকেটে টান পড়েই। তবে সিনেমা দেখতে গিয়ে সঙ্গী পপকর্ন খাওয়ার আব্দার করলে কেই বা এড়াতে পারে! আর আপনি যে এই গুচ্ছ গুচ্ছ টাকা পপকর্নের জন্য খরচ করেন, তার থেকে বেশ মোটা অঙ্কের লাভ যায় সংস্থার ঘরে। সম্প্রতি সামনে এসেছে সেই তথ্য। দেশের সবচেয়ে বড় সিনেমা হল চেইন পিভিআর (PVR) সিনেমার টিকিটের থেকেও বেশি লাভ করেছে এই পপকর্ন ও পেপসি বিক্রি করে।
পিভিআর আইনক্সের গত অর্থবছরের তথ্য বলছে, পপকর্ন এবং পেপসি থেকে প্রচুর আয় করেছে সংস্থা। ২০২৩-২৪ অর্থবর্ষে পিভিআর আইনক্সের খাদ্য ও পানীয় ব্যবসার বিক্রি ২১ শতাংশ বেড়েছে। এটি সিনেমার টিকিটের বিক্রি বৃদ্ধির চেয়েও বেশি। সিনেমার টিকিট বিক্রির ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে মাত্র ১৯ শতাংশ।
২০২৩-২৪ অর্থবর্ষে পিভিআর আইনক্সের খাদ্য ও পানীয় ব্যবসার আয় বেড়ে হয়েছে ১,৯৫৮.৪০ কোটি টাকা। আগের বছর অর্থাৎ ২০২২-২৩ অর্থবর্ষে এটি ছিল ১৬১৮ কোটি টাকা। সিনেমার টিকিট বিক্রি থেকে পিভিআর আইনক্সের আয় আগেরবার ছিল ৩,২৭৯.৯০ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবর্ষে এই আয় ছিল ২,৭৫১.৪০ কোটি টাকা।
আসলে এই সংস্থা মেট্রো শহর ও অন্যান্য বেশ কয়েকটি শহরে এমন অনেক আউটলেট খুলেছে যেখানে মানুষ খাওয়া-দাওয়া করতে পারে, সেগুলি সিনেমা দেখার জন্য নয়। সংস্থাটি কিছু এলাকায় হোম ডেলিভারিও শুরু করেছে, যার কারণে বিক্রি বেড়েছে।
বিষয়টি এখানেই শেষ নয়, মানি কন্ট্রোলে প্রকাশিত খবর অনুযায়ী, সংস্থাটি দেবযানী ইন্টারন্যাশনালের সঙ্গে হাত মিলেছে। ফলে, পিৎজা হাট, কেএফসি এবং কোস্টা কফির মতো ব্র্যান্ডের পণ্য সরবরাহ করে উপার্জন করছে ওই সংস্থা।