
কলকাতা: সোনা নাকি বুলেট ট্রেন! যে ভাবে ছুটছে তাতে কার্যত ভয় ধরেছে মধ্যবিত্তের মনে। চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম। মঙ্গলেই মধ্যবিত্তের পকেটে ডাকল ‘অমঙ্গল’। এক লাফে দর পেরিয়ে গেল ৯০ হাজারের গন্ডি।
গত কয়েক মাস ধরেই চড়চড়িয়ে বাড়ছিল সোনার দর। নতুন বছর পরে থেকেই সোনায় হাত দিতেও যেন ভয় পাচ্ছিল মধ্যবিত্ত। প্রথমে ৮০ হাজার, এবার পেরিয়ে গেল ৯০ হাজার। বিশেষজ্ঞরা বলছেন, যে ভাবে চলছে, তাতে খুব শীঘ্রই সোনা পৌঁছে যেতে পারে এক লক্ষ টাকাতেও। এক নজরে দেখে নিন আজকের সোনার দর –
২২ ক্যারেটের হলমার্ক সোনা
আজ অর্থাৎ মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম রয়েছে ৮ হাজার ৬৭০ টাকায়। ১০ গ্রাম সোনার দর চলছে ৮৬ হাজার ৭০০ টাকায়। ১০০ গ্রাম সোনার দর চলছে, ৮ লক্ষ ৬৭ হাজার টাকা।
২৪ ক্য়ারেট সোনার দর
কেউ যদি ২৪ ক্য়ারেটের খুচরো সোনা কেনেন, সেক্ষেত্রে ১ গ্রাম সোনার দাম পড়বে ৯ হাজার ১২০ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৯১ হাজার ২০০ টাকা। ১০০ গ্রাম সোনার দর ৯ লক্ষ ১২ হাজার টাকা।
তবে ২৪ ক্যারেটের সোনার বাট মিলতে পারে খানিক সস্তায়। মঙ্গলে ১ গ্রাম সোনার বাট চলছে ৯ হাজার ৭৫ টাকায়। ১০ গ্রাম সোনার বাট চলছে ৯০ হাজার ৭৫০ টাকায়।
১৮ ক্য়ারেট সোনার দর
মঙ্গলবার ১ গ্রাম ১৮ ক্যারেটের সোনার দর ছুঁয়েছে ৬ হাজার ৮৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দর ছুঁয়েছে ৬৮ হাজার ৯৫০ টাকা।