Ceiling Fan: সিলিং ফ্যানের স্পিড কমে যাচ্ছে? মাত্র ৪০ টাকা খরচ করলেই মিলবে সমাধান

Mar 14, 2025 | 5:45 PM

Ceiling Fan: এটি লাগানো থাকলে ফ্যান খুব ভালভাবে কাজ করে, খারাপ হওয়ার সম্ভাবনাও থাকে কম। প্রায় ২০ বছর পর্যন্ত আয়ু থাকে একেকটি ডিভাইসের।

Ceiling Fan: সিলিং ফ্যানের স্পিড কমে যাচ্ছে? মাত্র ৪০ টাকা খরচ করলেই মিলবে সমাধান
Image Credit source: Getty Image

Follow Us

বাড়ির সিলিং ফ্যানগুলো পরিষ্কার করা হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরনো গতি হারিয়ে ফেলে। ভারতে তথা পশ্চিমবঙ্গে যেভাবে প্রতি বছর গরম বাড়ছে, তাতে কম গতির ফ্য়ান কোনও স্বস্তিই দিতে পারে না। সে ক্ষেত্রে নতুন ফ্যান কেনা ছাড়া আর কোনও উপায় থাকে না। তবে শুধু শুধু দাম দিয়ে ফ্যান না কিনে, আপনার পুরনো ফ্যানেই লাগিয়ে নিতে পারেন একটি ডিভাইস, তাতেই হবে সব মুস্কিল আসান। দামও পড়বে না খুব বেশি।

মাত্র ৪০ টাকায় সব সমস্যার সমাধান করা যেতে পারে। শুধু একজন ইলেকট্রিশিয়ানকে ডাকতে হবে, যিনি আপনার ফ্যানে ‘ক্যাপাসিটর’ নামক একটি ছোট ডিভাইস লাগিয়ে দেবেন। তবে নিজেরা না করে ইলেকট্রিশিয়ানকে ডেকেই কাজটা করানো উচিত।

Amazon বা Flipkart-এর মতো অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে এই ক্যাপাসিটর কেনা যেতে পারে। এর দাম ৪০ টাকার আশপাশে।

একটি ফ্যানের ক্যাপাসিটরের কাজ হল মূলত বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করা এবং যেখানে সম্ভব, সার্কিটে এই শক্তি সরবরাহ করা। এটি লাগানো থাকলে ফ্যান খুব ভালভাবে কাজ করে, খারাপ হওয়ার সম্ভাবনাও থাকে কম। প্রায় ২০ বছর পর্যন্ত আয়ু থাকে একেকটি ক্যাপাসিটরের। ফলে, এটা যে খুব সস্তার সমাধান, তা বলাই যায়।