Amazon Package: বেরিয়ে আসছে জ্যান্ত গোখরো, ছটফট করছে সেলোটেপে আটকে, Amazon-এর বাক্স খোলার ভিডিয়ো ভাইরাল

Amazon Package: সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন গ্রাহকরা। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, 'অ্যামাজন তাহলে এবার কোবরাও ডেলিভারি করছে?' কেউ আবার লিখেছেন, 'অনলাইন ডেলিভারি সংস্থার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি আমরা।'

Amazon Package: বেরিয়ে আসছে জ্যান্ত গোখরো, ছটফট করছে সেলোটেপে আটকে, Amazon-এর বাক্স খোলার ভিডিয়ো ভাইরাল
ভাইরাল ভিডিয়ো থেকে পাওয়া ছবিImage Credit source: twitter

Jun 19, 2024 | 4:13 PM

বেঙ্গালুরু: ই কমার্স সংস্থাগুলির মধ্যে অন্যতম অ্যামাজন। পোশাক থেকে রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস, এক ক্লিকেই পৌঁছে যায় বাড়ির দরজায়। প্রতিনিয়ত সংস্থার গ্রাহকও বেড়েই চলেছে। তবে সেই সংস্থা ডেলিভারি করার পর প্যাকেট খুলতে গিয়ে যা দেখা গেল, তা শিউরে ওঠার মতো দৃশ্য। প্যাকেট ফাঁক করতেই দেখা গেল জীবন্ত সাপ। যেমন তেমন সাপ নয়, বিষাক্ত কোবরা বা কেউটে মুখ বাড়াচ্ছে ভিতর থেকে। তা দেখেই শিউরে ওঠেন গ্রাহক।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল। অনলাইনে জিনিস কেনার জন্য বহু গ্রাহক অ্যামাজনের ওপর ভরসা করেন। সেই সংস্থার প্যাকেটে যদি এমন দৃশ্য দেখা যায়, তাহলে তা আতঙ্কের কো বটেই! অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি লাল রঙের ঝুড়িতে বসানো প্যাকেটটি। তার থেকে অর্ধেক বেরিয়ে আছে কোবরা বা কেউটে। তবে কালো টেপ আটকে থাকায় পুরোটা বেরতে পারছে না ওই সাপ। সাপটি আটকে যাওয়াতেই বড় কোনও বিপদ ঘটেনি।

সংস্থার বিরুদ্ধে সরব হয়েছেন গ্রাহকরা। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, ‘অ্যামাজন তাহলে এবার কোবরাও ডেলিভারি করছে?’ কেউ আবার লিখেছেন, ‘অনলাইন ডেলিভারি সংস্থার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি আমরা।’

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, বেঙ্গালুরুর সারজাপুর রোডের এক দম্পতি এক্স বক্স কন্ট্রোলার অর্ডার করেছিলেন ওই ই কমার্স সংস্থা থেকে। জিনিস পৌঁছনোর পর খুলতে গিয়ে চমকে যান তাঁরা। যদিও অ্যামাজন পুরো দাম ফেরত দিয়েছে, তবু ওই দম্পতি প্রশ্ন, ‘যে প্রাণের ঝুঁকি তৈরি হয়েছিল, তার দাম দেবে কে?’