LPG KYC Update: মার্চ মাসই ডেডলাইন, এর মধ্যে KYC করাতেই হবে রান্নার গ্যাসের, নাহলে…
LPG Connection: গত বছর থেকেই রান্নার গ্যাসে কেওয়াইসি আপডেটের নির্দেশ দিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। সেই অনুযায়ী কেওয়াইসি আপডেটের কাজও শুরু হয়েছিল, কিন্তু তা এখনও শেষ হয়নি।

নয়া দিল্লি: রান্নার গ্যাস নিয়ে বড় আপডেট। গ্রাহকদের রান্নার গ্যাসে আধার সংযোগ বা কেওয়াইসি করাতেই হবে। এই মার্চ মাসই শেষ সময়। নাহলেই চরম সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। এলপিজি ডিস্ট্রিবিউটরদের দ্রুত কেওয়াইসি আপডেটের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।
গত বছর থেকেই রান্নার গ্যাসে কেওয়াইসি আপডেটের নির্দেশ দিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। সেই অনুযায়ী কেওয়াইসি আপডেটের কাজও শুরু হয়েছিল, কিন্তু তা এখনও শেষ হয়নি। জানা গিয়েছে, গত অক্টোবরেই ইন্ডিয়ান অয়েল নির্দেশ দিয়েছিল যে ৩১ মার্চের মধ্যে কেওয়াইসি আপডেটের কাজ শেষ করতে হবে।
সম্প্রতিই কেওয়াইসি আপডেটের এই কাজ কতদূর এগিয়েছে, তা জানতেই গ্যাসের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠকে বসেছিল ইন্ডিয়ান অয়েলের কর্তৃপক্ষ। ওই বৈঠকেই ফের একবার ডিস্ট্রিবিউটরদের সাফ জানানো হয়েছে যে মার্চ মাসের মধ্যে কেওয়াইসি আপডেট করার কাজ শেষ করতে হবে।
যদিও গ্যাস ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন, মৌখিকভাবে জানানো হলেও, লিখিত কোনও নির্দেশ দেওয়া হয়নি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীও গত বছর জানিয়েছিলেন, আধার লিঙ্কের কোনও নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়নি।
জানা গিয়েছে, এ রাজ্যে প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের কেওয়াইসি সংযোগ করা হয়ে গিয়েছে। এখনও ৩৫ শতাংশ গ্রাহকের কেওয়াইসি আপডেট বাকি। এর মধ্যে বহু গ্রাহক বয়স্ক, তাদের পক্ষে গ্যাসের অফিসে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইন দেওয়া সম্ভব নয়। সেই জন্য বাড়ি বাড়ি গিয়েই কেওয়াইসি আপডেট করানোর প্রচেষ্টা চলছে।





