LPG Price: বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল সিলিন্ডারের দাম

LPG Price: প্রতি মাসের ১ তারিখে রান্নার গ্যাসের দাম পরিবর্তন হয়। মার্চেও ফের পরিবর্তিত হল দাম।

LPG Price: বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল সিলিন্ডারের দাম
ফাইল চিত্র।Image Credit source: Getty Image

Mar 01, 2025 | 7:17 AM

নয়া দিল্লি: মাসের শুরুতেই বেড়ে গেল গ্যাসের দাম। দেশের সব রাজ্যেই গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। প্রায় ২ মাস পর এই দাম বাড়ল। প্রায় এক বছর ধরে রান্নার গ্যাসের দাম একই আছে। এবার বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি ৬ টাকা করে দাম বেড়েছে। তবে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি।

আইওসিএল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানী দিল্লি, কলকাতা এবং মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে। এই তিন শহরে গ্যাসের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ১৮০৩ টাকা, ১৯১৩ টাকা ও ১৭৫৫.৫০ টাকা। অন্যদিকে, চেন্নাইতে ৫.৫ টাকা করে বেড়েছে দাম। সেখানে সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৯৬৫ টাকা। গত ২ মাসে অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে গিয়েছিল। দিল্লি এবং মুম্বইতে, টানা দু মাসে দাম ২১.৫ টাকা কমেছে, কলকাতায় ২০ টাকা এবং চেন্নাইতে ২১ টাকা কমেছিল দাম।

প্রায় এক বছর ধরে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম একই রয়েছে। গত বছরের ৯ মার্চ হোলির আগে, কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমিয়েছিল। তারপর থেকে আর কোনও পরিবর্তন হয়নি।

বর্তমানে দিল্লিতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৮০৩ টাকা, কলকাতায় দাম ৮২৯ টাকা, মুম্বইতে সিলিন্ডারের দাম ৮০২.৫০ টাকা।