Maha Kumbh Tax: আয় ৫০০ কোটি টাকা! শুধু পুণ্যই নয়, মহাকুম্ভ ভরাল ট্যাঁকও

Maha Kumbh Tax: ওই সংবাদমাধ্যমের তুলে ধরা রিপোর্টে আরও বলা হয়েছে, চলতি বছরের প্রথম দুই মাসেই গোটা রাজ্য থেকে কর আদায় হয়েছিল ২৩৯ কোটি টাকা। যার মধ্যে প্রয়াগরাজ থেকেই হয়েছিল প্রায় দেড়শো কোটি টাকার উপর।

Maha Kumbh Tax: আয় ৫০০ কোটি টাকা! শুধু পুণ্যই নয়, মহাকুম্ভ ভরাল ট্যাঁকও
Image Credit source: PTI

|

Jun 07, 2025 | 8:17 PM

প্রয়াগরাজ: শুধুই পুণ্য নয়! মহাকুম্ভ দিয়ে গেল ‘যখের ধন’। ৪৫ দিন ব্যাপী এই পুণ্যৎসব শেষ হয়েছে অনেক দিন। তবে সেই উৎসবের লাভ এখনও গুনছে যোগী রাজ্য। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে এসেছিলেন মোট ৬৬ কোটি পুণ্যার্থী। আর তাদের থেকে আয় হয়েছে কোটি কোটি টাকা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম মানিকন্ট্রোল একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে, মহাকুম্ভের হাত ধরে মোট ৫০০ কোটি টাকা জিএসটি ও ভ্যালু অ্যাডেড ট্যাক্স আদায় করেছে যোগী রাজ্য। এক শুল্ক দফতরের আধিকারিক মাধ্যমেই এই তথ্য পেয়েছে তারা।

ওই সংবাদমাধ্যমের তুলে ধরা রিপোর্টে আরও বলা হয়েছে, চলতি বছরের প্রথম দুই মাসেই গোটা রাজ্য থেকে কর আদায় হয়েছিল ২৩৯ কোটি টাকা। যার মধ্যে প্রয়াগরাজ থেকেই হয়েছিল প্রায় দেড়শো কোটি টাকার উপর। এই সময়কালে এছাড়াও রেল পরিষেবা মাধ্যমে হয়েছে বাড়তি ১২৪ কোটি টাকা শুল্ক আদায়। টেন্ট, বাড়ি ভাড়া, হোটেল ভাড়া ও বিজ্ঞাপনের মাধ্যমে হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। বিমান পরিষেবা মাধ্যমে হয়েছিল ৬৮ কোটি টাকা।

উল্লেখ্য, মহাকুম্ভ যে উত্তরপ্রদেশ তথা দেশের অর্থনীতিতে বাড়তি গতি দেবে, সেই অনুমান করেছিলেন অর্থনীতি বিশেষজ্ঞরা। রিপোর্ট দেখে তো মনে হচ্ছে, অনুমান বাস্তবে পরিণত হয়েছে। এই মহাকুম্ভ-কালে হুড়মুড়িয়ে বিকিয়েছে জ্বালানি তেলও। ইন্ডিয়া ওয়েল প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রয়াগরাজে পেট্রোল বিক্রি বেড়ে গিয়েছিল ৮১ শতাংশ।