এক মাসের ‘ভ্যালিডিটি’র জন্য মাত্র ২০ টাকা রিচার্জ, JIO থেকে BSNL- সবার জন্য বড় নিয়ম

Jan 22, 2025 | 9:29 PM

Mobile Recharge: ভারতের সমস্ত টেলিকম অপারেটরকে এটি অনুসরণ করতে হবে। এমনটাই জানিয়েছে 'ট্রাই'। সব সংস্থাকেই এই নিয়ম মেনে চলতে হবে।

এক মাসের ভ্যালিডিটির জন্য মাত্র ২০ টাকা রিচার্জ, JIO থেকে BSNL- সবার জন্য বড় নিয়ম
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: গ্রাহকদের কথা মাথায় রেখে টেলিকম সংস্থাগুলির নিয়মে বারবার বদল আনে TRAI। এই নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি এমনই এক নতুন নীতির কথা প্রকাশ্যে এনেছে। দেশের সব টেলিকম সংস্থার গ্রাহকদের জন্যই যা প্রযোজ্য হবে। অনেক সময় দেখা যায়, দীর্ঘদিন ধরে ব্যবহার না করলেও সিম কার্ড চালু রাখার জন্য দিনের পর দিন টাকা খরচ করে রিচার্জ করে যেতে হয়। এবার সে কথা মাথায় রেখেই নতুন নিয়ম প্রকাশ করল ‘ট্রাই’। জিও, এয়ারটেল, ভোডাফোন ও বিএসএনএল, সব সংস্থার জন্যই হবে এই একই নিয়ম।

সিম কার্ড সক্রিয় রাখার জন্য ব্যবহারকারীদের ন্যূনতম প্রিপেইড ব্যালেন্স প্রতি মাসে ২০ টাকা রাখলেই চলবে। এমনটাই জানিয়েছে TRAI। ভারতের সমস্ত টেলিকম অপারেটরকে এটি অনুসরণ করতে হবে। যদি গ্রাহকরা একটি সিম কার্ড সক্রিয় রাখতে চান, তাহলে ২০ টাকা রিচার্জ করতে পারেন। এই রিচার্জে ৩০ দিনের মেয়াদ পাওয়া যাবে। কিন্তু এই সময়ের মধ্যে কল, ইন্টারনেট বা এসএমএস পরিষেবা ব্যবহার করা যাবে না। যদি তুমি এটা করো তাহলে তোমাকে রিচার্জ করতে হবে।

সিম কার্ডটি সক্রিয় রাখার জন্য আপনা থেকেই কেটে যাবে টাকা। সময়সীমা শেষ হওয়ার পর, গ্রাহকের অ্যাকাউন্ট থেকে আবার ২০ টাকা কেটে নেওয়া হবে। ফলে সিম কার্ড ৩০ দিনের জন্য সক্রিয় থাকবে।

Next Article