Mobile Tariff Hike: বছর শেষেই মোবাইল রিচার্জের খরচ বাড়বে আবার! নতুন দাম কত হবে?
Tariff Hike: রিলায়েন্স জিয়ো এবং এয়ারটেল ইতিমধ্যেই তাদের বেশ কিছু রিচার্জ প্ল্যানে পরিবর্তন এনেছে। কোনও প্ল্যানের দাম বাড়ানো হয়েছে, কোনও প্ল্যানের আবার মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে। যেমন জিয়োর ১ জিবি প্রতিদিনের বেস প্ল্যানের আগে দাম ছিল ২৪৯ টাকা। এখন তা পরিবর্তন করে ১.৫ জিবি প্রতিদিন করা হয়েছে, নতুন দাম হয়েছে ২৯৯ টাকা।

নয়া দিল্লি: বছর শেষে বা নতুন বছরের শুরুতেই আপনার খরচ বাড়তে পারে আবার। মোবাইলের রিচার্জ আরও দামি হতে পারে। রিপোর্ট অনুযায়ী, টেলিকম ইন্ডাস্ট্রি ফের একবার ট্যারিফ বাড়ানোর (Tariff Hike) পরিকল্পনা করছে। কোন কোন টেলিকম সংস্থা রিচার্জের দাম বাড়াবে?
২০২৪ সালের পর ফের একবার মোবাইল ট্যারিফ বাড়তে চলেছে। রিপোর্ট অনুযায়ী, রিলায়েন্স জিয়ো (Reliance Jio), ভারতী এয়ারটেল (Bharati Airtel), ভোডাফোন-আইডিয়া (Vi)- দেশের এই তিন জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত টেলিকম সংস্থাই তাদের মোবাইল রিচার্জের দাম বাড়াতে চলেছে। আগামী দু-এক মাসের মধ্যেই এই টেলিকম সংস্থাগুলি রিচার্জের দাম বাড়াবে। প্রায় ১০ শতাংশ বাড়তে পারে ট্যারিফ। অর্থাৎ গ্রাহকদের খরচ আরও ১০ শতাংশ বাড়বে।
প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা না করলেও, রিলায়েন্স জিয়ো এবং এয়ারটেল ইতিমধ্যেই তাদের বেশ কিছু রিচার্জ প্ল্যানে পরিবর্তন এনেছে। কোনও প্ল্যানের দাম বাড়ানো হয়েছে, কোনও প্ল্যানের আবার মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে। যেমন জিয়োর ১ জিবি প্রতিদিনের বেস প্ল্যানের আগে দাম ছিল ২৪৯ টাকা। এখন তা পরিবর্তন করে ১.৫ জিবি প্রতিদিন করা হয়েছে, নতুন দাম হয়েছে ২৯৯ টাকা। এয়ারটেলের বেস প্ল্যানও একইভাবে পরিবর্তন করা হয়েছে। তবে ভিই বা ভোডাফোন-আইডিয়ার রিচার্জ প্ল্যানে এখনও কোনও পরিবর্তন করা হয়নি।
জানা গিয়েছে, টেলিকম সংস্থাগুলি ট্য়ারিফ বাড়ানোর কারণ হিসাবে জানিয়েছে যে ৫জি নেটওয়ার্ক তৈরি ও তার পরিচালন যথেষ্ট খরচ সাপেক্ষ। এছাড়াও ফাইবার এক্সপ্যানশন, স্প্রেকট্রামের খরচও রয়েছে। সেই কারণেই ট্যারিফ বাড়ানো হতে পারে।
শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে এই ট্যারিফ বৃদ্ধি করা হতে পারে। জেপি মর্গানের রিপোর্ট অনুযায়ী, জিয়ো তাদের রিচার্জ প্ল্যানের দাম ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। এয়ারটেল ও ভি-ও সেই পথেই হাঁটবে বলে মনে করা হচ্ছে।
গ্রাহকদের উপরে প্রভাব-
- দৈনিক ডেটা প্ল্যানের দাম বাড়তে পারে।
- টেলিকম সংস্থাগুলি প্রিমিয়াম গ্রাহকদের জন্য আলাদা রিচার্জ প্ল্যান আনতে পারে। এই প্রায়োরিটি প্যাকে দ্রুত গতির ইন্টারনেট স্পিড ও আরও ভাল নেটওয়ার্ক পরিষেবা দেওয়া হবে।
- সস্তার প্ল্য়ানগুলি ধীরে ধীরে তুলে নেওয়া।
