Modi Government: ফের বেসরকারিকরণ? তিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ‘শেয়ার’ বিক্রি করে দিতে চলেছে কেন্দ্র!

Modi Government: এবার ফের একবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি নিয়ে চড়েছে সুর। সংবাদসংস্থা লাইভ মিন্ট সূত্রে খবর, দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, যাদের কথা আগেই নিজেদের প্রতিবেদন তুলে ধরেছিল রয়টার্স। সেই ব্যাঙ্কগুলি অংশীদারিত্ব নাকি বিক্রি করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Modi Government: ফের বেসরকারিকরণ? তিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার বিক্রি করে দিতে চলেছে কেন্দ্র!
প্রতীকী ছবিImage Credit source: STR/NurPhoto via Getty Images

|

Feb 13, 2025 | 7:33 PM

কলকাতা: বরাবরই মোদী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ করার অভিযোগ তুলে থাকেন বিরোধীরা। গত বছরের শেষের দিকেও দেশের যে চারটি ব্যাঙ্কের অংশীদারিত্ব বেচে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার, তথ্য তুলে ধরে এমনটাই দাবি করেছিল সংবাদসংস্থা রয়টার্স। তবে সরকার পক্ষ তরফ থেকে এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর।

এবার ফের একবার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি নিয়ে চড়েছে সুর। সংবাদসংস্থা লাইভ মিন্ট সূত্রে খবর, দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, যাদের কথা আগেই নিজেদের প্রতিবেদন তুলে ধরেছিল রয়টার্স। সেই ব্যাঙ্কগুলি অংশীদারিত্ব নাকি বিক্রি করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

তাদের দাবি, দেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যথাক্রমে, ইউকো ব্যাঙ্ক, পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভারসি ব্যাঙ্কের অংশীদারিত্ব আগামী অর্থবর্ষের মধ্য়েই বিক্রি করে দিতে পারে মোদী সরকার।

কিন্তু কেন এই সিদ্ধান্ত?

বর্তমানে এই তিন ব্যাঙ্কের ৯৫ শতাংশ শেয়ারই ভারত সরকারের হাতে। আর বাকিটা রয়েছে ব্যক্তিগত লগ্নিকারীদের হাতে। কিন্তু সেবি বা শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার রিপোর্ট বলছে, শেয়ার বাজারে থাকা সমস্ত সংস্থার অন্ততপক্ষে ২৫ শতাংশ শেয়ার থাকতে হবে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

আর সেই নিয়মের বাঁধনে চলতেই হয়তো আগামী অর্থবর্ষের মধ্যে এই তিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৫ থেকে ১০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে দিতে চলেছে মোদী সরকার।