Jio News: আর ১ জিবির প্যাক রিচার্জ করতে পারবেন না! Jio-র সিদ্ধান্তে জোর শোরগোল

Jio News: দেড় জিবির ডেটা প্যাকের দাম অনেকটাই বেশি। ২৮ দিনের জন্য রিচার্জ করলে সেক্ষেত্রে একজন গ্রাহককে খরচ করতে হবে প্রায় ২৯৯ টাকা। সুতরাং খরচ যে বাড়ল, তাতে কোনওই সন্দেহ নেই।

Jio News: আর ১ জিবির প্যাক রিচার্জ করতে পারবেন না! Jio-র সিদ্ধান্তে জোর শোরগোল
মুকেশ অম্বানি (ফাইল চিত্র)Image Credit source: PTI

|

Aug 19, 2025 | 2:23 PM

নয়াদিল্লি: তলে তলে আসল কাজটা সেরে ফেললেন মুকেশ অম্বানি। মাথায় হাত জিও পরিষেবা ব্যবহারকারীদের। যে পথে যাত্রা শুরু জিও-র। আজ সেই পথকেই ভুলিয়ে দিলেন অম্বানী ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, নিজেদের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি বা পকেট বান্ধব প্ল্যানটিকেই একেবারে বন্ধ করে দিয়েছে তারা। যার প্রভাব পড়বে একাংশের মাসিক বাজেটেও। কিন্তু কী সেই প্ল্যান? সংস্থা সূত্রে জানা গিয়েছে, তাদের ১ জিবি দৈনিক ডেটা প্য়াকটিকেই বন্ধ করেছে জিও। আগে গ্রাহকদের কাছে সবচেয়ে সস্তার মাসিক ডেটা-প্যাক বলতে এটিই ছিল একমাত্র প্ল্যান। যা আপাতত বন্ধ হয়ে গেল বলেই খবর।

খরচ বাড়ল গ্রাহকদের

যে সকল জিও ইউজাররা এতদিন এই ১ জিবি দৈনিক ডেটা প্য়াক ব্যবহার করতেন, স্বাভাবিক ভাবেই তারা হয়তো নিদেনপক্ষে দেড় জিবির ডেটা প্যাক ব্যবহার করবেন। বন্ধ হয়ে যাওয়া ১ জিবির ওই ডেটা প্যাকের দাম ছিল ২৪৯ টাকা। তার বিনিময়ে মোট ২৮ দিন একজন গ্রাহক ইন্টারনেট, কল, মেসেজিং-সহ নানা পরিষেবা পেতেন। উল্টো দিকে দেড় জিবির ডেটা প্যাকের দাম অনেকটাই বেশি। ২৮ দিনের জন্য রিচার্জ করলে সেক্ষেত্রে একজন গ্রাহককে খরচ করতে হবে প্রায় ২৯৯ টাকা। সুতরাং খরচ যে বাড়ল, তাতে কোনওই সন্দেহ নেই।