News9 Global Summit 2025: মাস্টার ডিগ্রি করতে খরচ কমবে ৭৫ লক্ষ টাকা, আমেরিকার তুলনায় তাই জার্মানিই সেরা গন্তব্য!
Education in Germany: ডঃ ডিটমার হিলপার্ট বলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ১০০টি বিশ্ববিদ্যালয় পর্যালোচনা করেছেন। তিনি আরও জানান, এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রভাব আর খুব বেশিদিন নেই। কারণ, জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার মান অনেক বেশি ভাল।

অনেক ভারতীয়ই আজ বিদেশে পড়তে যাচ্ছে। কেউ আমেরিকায়, কেউ বা ইংল্যান্ডে। তবে, জার্মানিও ভারতীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও কাজের সুযোগ, উভয়ই দেয়। টিভি নাইন নেটওয়ার্কের নিউজ নাইন গ্লোবাল সামিটে Global Education Reset: Opportunities To Study In Germany শীর্ষক আলোচনায় এই নিয়েই বক্তব্য রাখেন জার্মান ও ভারতীয় প্যানেলিস্টরা।
এই প্যানেলে আলোচনা করতে গিয়ে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এবং বিজনেস প্ল্যানিংয়ের অধ্যাপক ডঃ ডিটমার হিলপার্ট বলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ১০০টি বিশ্ববিদ্যালয় পর্যালোচনা করেছেন। তিনি আরও জানান, এই বিশ্ববিদ্যালয়গুলোর প্রভাব আর খুব বেশিদিন নেই। কারণ, জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার মান অনেক বেশি ভাল।
তিনি আরও বলেন, আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোয় মাস্টার ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে ১০ থেকে ১৫ শতাংশ আমেরিকান। যে ডিগ্রির জন্য ১ লক্ষ ডলার খরচ হয়, সেই একই মাসের ডিগ্রি পেতে জার্মানিতে খরচ হয় ১৫ হাজার ইউরোর আশেপাশে।
এই সামিটে বক্তব্য রাখতে গিয়ে ফিন্টিবা জিএমবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক জোনাস মার্কগ্রাফ বলেন, গত বছর জার্মানিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও বলেন, এই বছর ভারত থেকে ২৫ হাজার শিক্ষার্থী এসেছেন। আগামীতে খুব তাড়াতাড়ি তা ৫০ হাজারে ঠেকবে বলেই আশা তাঁর।
স্টুটগার্ট বিশ্ববিদ্যালয়ের ম্যারিয়ন হক বলেন জার্মানি শিক্ষা ও গবেষণার পাশাপাশি কাজের বাজারেও সুযোগ দিয়ে থাকে। অন্যদিকে, আরভি ইনস্টিটিউশনের সভাপতি এমপি শ্যাম বলেন, জার্মানিতে আসা বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। বারমার হেলথ ইসিওরেন্সের ভারতের ব্যবসায়িক প্রধান মার্ক মাইকেলিস ও টাস্ক ফোর্স বাভারিয়ার আন্তর্জাতিক দলের ভারত প্রধান মেরি-ক্রিস্টিন হফম্যান জার্মানিতে ভারতীয় শিক্ষার্থীদের জন্য অপরিসীম সুযোগের কথা তুলে ধরেন।
