MS Dhoni: শুধু ধোনিই ‘ধনী’ নন, ৮০০ কোটির কোম্পানি আছে তাঁর শাশুড়িরও! কী করেন জানেন?
MS Dhoni Business: ক্রিকেটের বাইরেও তাঁর একাধিক ব্যবসা রয়েছে, যার বাজারমূল্য কোটি কোটি টাকা। তবে শুধু ধোনিই নয়, তার পরিবারেরও ব্যবসা রয়েছে। জানেন ধোনির শাশুড়ি কি করেন?

রাঁচী: একটাই নাম, ধোনি। ভারতীয় ক্রিকেট দলের ইতিহাসে জ্বলজ্বল করবে এই নাম। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, চেন্নাই সুপার কিংসের অন্যতম মুখ মহেন্দ্র সিং ধোনি। তাঁর হেলিকপ্টার শটে মুগ্ধ আট থেকে আশি। শুধু তো বাইশ গজেই নয়, তার বাইরেও ব্যাপক জনপ্রিয় ধোনি। ক্রিকেটের বাইরেও তাঁর একাধিক ব্যবসা রয়েছে, যার বাজারমূল্য কোটি কোটি টাকা। তবে শুধু ধোনিই নয়, তার পরিবারেরও ব্যবসা রয়েছে। জানেন ধোনির শাশুড়ি কি করেন?
মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। তাঁর মা শৈলা সিং, যিনি ৮০০ কোটি টাকার কোম্পানির সিইও। কী সেই কোম্পানি জানেন? ধোনি এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। ২০২০ সালে তৈরি এই সংস্থার দায়িত্বে রয়েছেন ধোনির স্ত্রী সাক্ষী ও তাঁর মা শৈলা সিং। দুজনেই এই সংস্থার সিইও। বর্তমানে এই সংস্থার বাজারমূল্য ৮০০ কোটি টাকা। তবে এই সংস্থায় বেশি অংশীদারী সাক্ষীর।
প্রসঙ্গত, শুধু সাক্ষীর মা নন, তাঁর বাবাও ধোনির ব্যবসার সঙ্গে যুক্ত। মহেন্দ্র সিং ধোনির বাবা পান সিং ধোনি ও শ্বশুর আরকে সিং মিলে কনোই গ্রুপের অধীনে বিনাগুড়ি টি কোম্পানি চালান। কেরিয়ারের শুরুতেই এই ব্যবসা শুরু করেছিলেন ধোনি। দায়িত্ব দিয়েছিলেন বাবা ও শ্বশুরকে।
মহেন্দ্র সিং ধোনির এছাড়াও একাধিক ব্যবসা রয়েছে। তিনি কড়কগাছ মুরগি প্রতিপালন করেন, যার থেকে বছরে লাখ লাখ টাকা উপার্জন হয়। নিজস্ব জিম ও হোটেলের ফ্রাঞ্চাইজিও রয়েছে। এছাড়াও একাধিক স্টার্টআপ সংস্থাতেও বিনিয়োগ করেছেন ধোনি। তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১০৩০ কোটি টাকা।





