Flight Ticket: মাত্র ১১০০ টাকা, ট্রেনের থেকেও সস্তায় পাবেন বিমানে চড়ার সুযোগ

Flight Ticket: ইন্ডিগো-র তরফে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে এই অফারটি ঠিক কতদিনের মধ্যে পাওয়া যাবে। অ্যাড অনেও রয়েছে ছাড়।

Flight Ticket: মাত্র ১১০০ টাকা, ট্রেনের থেকেও সস্তায় পাবেন বিমানে চড়ার সুযোগ
Image Credit source: PTI

Jan 11, 2025 | 4:05 PM

নয়া দিল্লি: শীতকাল মানেই পরিবার-পরিজন নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়া। কেউ যান কাছেপিঠেস কারও গন্তব্য় হয় দূরে। বিমানে চেপে গেলে সময় অনেক কম লাগলেও, ভাড়া বেশি হওয়ায়, অনেকেই বিমানের বদলে ট্রেনকেই বেছে নেন। সাধারণ মধ্যবিত্তের পক্ষে বিমানের টিকিট কাটা সবসময় সম্ভব হয় না।

যদি আপনি বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করেন এবং ব্যয়বহুল বিমানের টিকিটের জন্য আপনাকে ভাবনা-চিন্তা করতে হয়, তাহলে জেনে নিন এবার আপনি ট্রেনের ভাড়ার মূল্যেই বিমানে ভ্রমণ করতে পারবেন। ইন্ডিগো এয়ারলাইন আনল সেই সুযোগ।

ট্রেনের থার্ড এসি-তে যা ভাড়া লাগে, তার থেকে কম ভাড়ায় বিমানের টিকিট বুক করতে পারবেন যাত্রীরা। ইন্ডিগোর এক বিশেষ ‘সেল’ চলছে। এই ফ্লাইট সেলে, মাত্র ১১৯৯ টাকা থেকে শুরু করে বিমানের টিকিট পাওয়া যাচ্ছে।

ইন্ডিগো যাত্রীদের জন্য এই বিশেষ গেটওয়ে সেল চালু করেছে। অভ্যন্তরীণ বা ডোমেস্টিক বিমানের টিকিট কাটা মাত্র ১১৯৯ টাকা থেকে শুরু করে অভ্যন্তরীণ বিমানের টিকিট পাবেন। এছাড়াও, আন্তর্জাতিক ভ্রমণ করার ক্ষেত্রেও টিকিটে মিলবে ছাড়। সেই টিকিট শুরু হচ্ছে ৪৪৯৯ টাকা থেকে।

ইন্ডিগো-র তরফে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে যে এই অফারটি গ্রাহকদের জন্য ৯ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত প্রযোজ্য। ইন্ডিগোর এই বিশেষ অফারে, বিশেষ কিছু ব্যাঙ্কের গ্রাহকরা ৫০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। একই সময়ে, অ্যাড-অনগুলিতে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন এবং মাত্র ৫৯৯ টাকায় XL সিটও পেতে পারেন যাত্রীরা।