GFRP Rebar: দ্বিগুণ শক্তিশালী, ওজনে হালকা, স্টিলের বিকল্প হিসেবে GFRP রেবার বাজারে আনল Olectra

Olectra: স্টিলের বিকল্প এই রেবারকে পরিবেশ বান্ধব বলেও উল্লেখ করেছেন তিনি। জাহাজ থেকে ব্রিজ ডেক- বিভিন্ন নির্মাণে ব্যবহার করা যাবে এই রেবার।

GFRP Rebar: দ্বিগুণ শক্তিশালী, ওজনে হালকা, স্টিলের বিকল্প হিসেবে GFRP রেবার বাজারে আনল Olectra
Image Credit source: TV9 Bangla

Apr 25, 2025 | 7:34 PM

হায়দরাবাদ: নির্মাণের দুনিয়ায় বড় খবর। অত্যাধুনিক GFRP রেবার বা ‘গ্লাস ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমার রেবার’ বাজারে আনল ওলেকট্রা। MEIL বাজেট মিটে ওই রেবার প্রকাশ্যে এনেছে সংস্থাটি। এই রেবার একদিকে যেমন পোক্ত, অন্যদিকে টেকসইও বটে।

MEIL-এর ম্যানেজিং ডিরেক্টর পি ভি কৃষ্ণ রেড্ডি ওই রেবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেন। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওলেক্ট্রার সিএমডি কে ভি প্রদীপ, MEIL গ্রুপের ডিরেক্টর সিএইচ সুবিয়া ও বি শ্রীনিবাস রেড্ডি।

সাধারণ স্টিলের তুলনায় নতুন এই FRP রেবার অনেক বেশি মজবুত। ইসিআর গ্লাস ও ইপক্সি রেসিন দিয়ে তৈরি এটি। সংস্থার তরফে জানানো হয়েছে, এই রেবার সাধারণ স্টিলের দ্বিগুণ শক্তিশালী। তবে ওজনে এটি অনেকটাই হালকা, সাধারণ স্টিলের ওজনের প্রায় চারভাগের একভাগ। এটি বহন করাও খুব সহজ।

সংস্থার দাবি, প্রতিকূল আবহাওয়ায় এই রেবার অত্যন্ত উপযোগী। জলেও নষ্ট হয় না এগুলি।

Olectra-র চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর কে ভি প্রদীপ বলেন, “এটি নির্মাণের দুনিয়ায় বিপ্লব আনবে। এই রেবার ব্যবহারের খরচ যেমন কম, তেমনই নষ্ট হওয়ার সম্ভাবনাও কম। ফলে এটি ব্যবহার করা হলে দীর্ঘদিন ধরে টিকে থাকবে নির্মাণ।” স্টিলের বিকল্প এই রেবারকে পরিবেশ বান্ধব বলেও উল্লেখ করেছেন তিনি। জাহাজ থেকে ব্রিজ ডেক- বিভিন্ন নির্মাণে ব্যবহার করা যাবে এই রেবার।

২০০০ সালে প্রতিষ্ঠিত হয় ওলেক্ট্রা গ্রিনটেক লিমিটেড। এটি MEIL গ্রুপের একটি অংশ। ভারতে সিলিকন রবার প্রস্তুতকারী হিসেবে এই সংস্থা অন্যতম। ২০১৫-তে MEIL গ্রুপই প্রথম ইলেকট্রিক বাস তৈরি করেছিল।