
নয়া দিল্লি: চতুর্থ ত্রৈমাসিকে যে বিপুল লাভ করেছে হোটেল চেইন ওয়ো (OYO), তাতে সংস্থার আশা, ২০২৫ সালের জানুয়ারি-মার্চ কোয়ার্টারে তাদের রাজস্ব ৬০ শতাংশেরও বেশি বেড়ে ২,১০০ কোটি টাকা হবে। সোমবার সংস্থার শীর্ষ নেতৃত্বকে পাঠানো একটি ইমেইলে এই তথ্য জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা তথা সিইও রীতেশ আগরওয়াল।
সিইও জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে ৬০ শতাংশেরও বেশি রাজস্ব বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে, যা হবে ২,১০০ কোটি টাকারও বেশি। সংস্থার জন্য এটি হবে গুরুত্বপূর্ণ এক মাইলফলক।
রেকর্ড বলছে, সংস্থার রেভিনিউ ২৭৫ কোটি টাকা বেড়েছে। এর আগে রেভিনিউ ছিল ১,৮৮৬ কোটি টাকা। সব মিলিয়ে রেভিনিউ বেড়েছে ৪২ শতাংশ। ২০২৪ সালে ব্ল্যাকস্টোন সংস্থার সঙ্গে চুক্তি করে ওয়ো, যারা G6 হসপিটালিটির মালিক। মোটেল ৬ এবং স্টুডিও ৬ ব্র্যান্ডের অধীনে আমেরিকা ও কানাডার প্রায় ১,৫০০টি জায়গায় লজিং পরিষেবা দেয় এই সংস্থা।
২০২৫-২৬ অর্থবছরের ১,১০০ কোটি টাকা নিট মুনাফা আসবে বলে আশা সংস্থার। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে Oyo-এর আয় হয়েছে ১,৬৩৬ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে ছিল ১,২৯৬ কোটি টাকা। অর্থাৎ আয় বেড়েছে ২৬ শতাংশ। উল্লেখ্য, সম্প্রতি Oyo একটি নতুন চেক-ইন নীতি চালু করেছে। এই নীতির অধীনে অবিবাহিত দম্পতিরা আর Oyo হোটেলগুলিতে চেক-ইন করতে পারেন না।