প্লেন কিনতে চান? Pakistan-এর মাঠে হবে মেলা, নিলামে বিমান কিনতে পারবেন যে কেউ!
Pakistan International Airlines: আসলে, ২৩ ডিসেম্বর ইসলামাবাদের একটি মাঠে হবে বিমান মেলা। ৬৫টার মতো বিমান নিয়ে এই মেলায় বিকিকিনি করতে আসছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ। এই মেলায় নিলামে বিক্রি হবে এই সব প্লেন। আসলে এমন অদ্ভূত কাণ্ড হয়তও শুধুমাত্র পাকিস্তানেই হয়।
দেশে বিমান নিয়ে একটা সমস্যা তো চলছেই। একাধিক বিমানবন্দরের সামনে যাত্রীদের লম্বা লাইন। আপনার কি মনে হচ্ছে একটা ব্যক্তিগত বিমান থাকলে ভাল হত? আপনি কি একটা প্লেন কিনতে চান? না, আসলে এবার প্লেন কেনার একটা সুযোগ দিচ্ছে পাকিস্তানের শাহবাজ শরিফ প্রশাসন। তারা বলছে, যারা প্লেন কিনতে চান, লাইন দিন। প্লেনের স্টক কিন্তু খুব বেশি নয়।
আসলে, ২৩ ডিসেম্বর ইসলামাবাদের একটি মাঠে হবে বিমান মেলা। ৬৫টার মতো বিমান নিয়ে এই মেলায় বিকিকিনি করতে আসছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ। এই মেলায় নিলামে বিক্রি হবে এই সব প্লেন। আসলে এমন অদ্ভূত কাণ্ড হয়তও শুধুমাত্র পাকিস্তানেই হয়। জানা গিয়েছে, প্রায় ৩ হাজার মানুষ নাকি এই বিমান কিনতে আগ্রহ দেখিয়েছেন।

