Patanjali: কৃষকদের পায়ের তলার মাটি শক্ত করছে পতঞ্জলি! উন্নতির জোয়ার আনছে দেশের কৃষি ব্যবস্থায়

Avra Chattopadhyay |

Mar 22, 2025 | 8:48 PM

Patanjali: সম্প্রতি নাগপুরে নিজেদের মেগা ফুড ও হার্বাল পার্ক খুলেছে। সংস্থার দাবি, এই প্রোজেক্টের হাত ধরে দেশের ও স্থানীয় কৃষকরা আরও মুনাফার মুখ দেখবে ও আত্মনির্ভর হবে ভারত।

Patanjali: কৃষকদের পায়ের তলার মাটি শক্ত করছে পতঞ্জলি! উন্নতির জোয়ার আনছে দেশের কৃষি ব্যবস্থায়
প্রতীকী ছবি
Image Credit source: facebook | Getty image

Follow Us

হরিদ্বার: দেশের কৃষকদের হাত শক্ত করছেন বাবা রামদেব। আর সেই কাজে তাঁর মাধ্যম হয়ে উঠেছে পতঞ্জলি। কিন্তু আয়ুর্বেদিক ওষুধ নির্মাণকারী সংস্থা কীভাবে দেশের কৃষক শ্রেণীর হাত শক্ত করছে?

সম্প্রতি নাগপুরে নিজেদের মেগা ফুড ও হার্বাল পার্ক খুলেছে। সংস্থার দাবি, এই প্রোজেক্টের হাত ধরে দেশের ও স্থানীয় কৃষকরা আরও মুনাফার মুখ দেখবে ও আত্মনির্ভর হবে ভারত। সংস্থার কর্মকর্তা রামদেব জানাচ্ছেন, তাদের সংস্থার অন্দরে যা পণ্য তৈরি হয় সবগুলোই নির্ভর করে কৃষকদের উপর। কারণ, এই সব পণ্য প্রাকৃতিক দ্রব্য দিয়ে তৈরি। কৃষকদের থেকে সেই সকল প্রাকৃতিক দ্রব্য সংগ্রহের পরেই তা কারখানায় এসে তৈরি হয় পতঞ্জলির নানা পণ্য। সেই সূত্র ধরেই বাড়তি মুনাফার মুখ দেখেন চাষিরা।

তিনি আরও জানান, আমরা যে সকল আর্য়ুবেদিক ওষুধ বা অন্যান্য পণ্য তৈরি করি, তার প্রায় প্রতিটিতেই আমলা, গিলয়, মধু, অ্যালোভেরার মতো দ্রব্য থাকে। আর এই সবগুলিই দেশের কৃষকরা চাষ করেন। সেই সূত্র ধরেই দেশের ফসলে, দশের জন্য তৈরি হচ্ছে একেবারে দেশীয় আর্য়ুবেদিক ঔষধী।

উল্লেখ্য, শুধু যে আয়ুর্বেদিক ওষুধ বা অন্যান্য পণ্যেই এই প্রাকৃতিক দ্রব্যের ব্যবহার হয় এমনটা নয়। সংস্থার আরেক কর্ণধার আচার্য বালকৃষ্ণ জানিয়েছেন, পতঞ্জলির তৈরি প্রতিটি পণ্যেই কৃষকদের অংশীদারিত্ব থাকছে। কারণ, পতঞ্জলির কোনও পণ্য প্রাকৃতিক ভাবে উৎপাদন করা যায় না এমন দ্রব্য ছাড়া হয় না। সে মাথার শ্য়াম্পু হোক বা দাঁত মাজার পেস্ট। প্রতিটি পণ্যেই রয়েছে প্রাকৃতিক উপাদান।