
নয়াদিল্লি: পয়লা জুলাই থেকেই বদলে যাবে রূপ। আপনার চেনা ক্রেডিট কার্ড দেখাবে বদল। বেড়ে যাবে প্রতি পেমেন্টে বাড়তি চার্জের খরচ। একই পথে হাঁটবে ডেবিট কার্ডও। তবে সবাই যে এই চার্জ বাড়াচ্ছে এমনটাও নয়। জানা গিয়েছে, শুধুমাত্র HDFC ও ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহারকারীদের দিতে হবে খানিক বেশি চার্জ।
HDFC Bank-এর সূত্রে জানা গিয়েছে, অনলাইন গেমিং, ডিজিটাল লোডিং, বিল পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকদের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহারে আগের তুলনায় বেশি চার্জ করবে তারা। সংস্থার দাবি, কোনও গ্রাহক যদি অনলাইন গেমিং যেমন, ড্রিম ১১,এমপিএল-এর মতো প্ল্যাটফর্মে ১০ হাজার টাকার বেশি রিচার্জ করেন সেক্ষেত্রে তাদের প্রতি পেমেন্টে ১ শতাংশ লেভিড দিতে হবে। একই রকম বাড়তি চার্জ কাটা হবে বিল পেমেন্টের ক্ষেত্রে। তবে কেউ যদি বিমা প্রিমিয়াম পেমেন্ট করেন, সেক্ষেত্রে কোনও চার্জ নেওয়া হবে না।
অন্যদিকে, ICICI ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ডিমান্ড ড্রাফ্ট, পে অর্ডার, এটিএম লেনদেনের ক্ষেত্রে পয়লা জুলাই থেকে বাড়তি চার্জ দিতে হবে গ্রাহকদের। এমনকি, নগদ ডিপোজিট, চেক ট্রান্সফারের মতো কাজেও ১ হাজার টাকার লেনদেনে ২ টাকা চার্জ দিতে হবে। এছাড়াও এই ব্যাঙ্কের ডেবিট কার ডের বার্ষিক ফি ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করে দেওয়া হয়েছে।