
নয়াদিল্লি: ভারতের ডিজিটাল পেমেন্ট মাধ্য়মে বিপ্লব এনেছিল ওয়ান ৯৭ কমিউনিকেশনের তৈরি সংস্থা পেটিএম। সময়ের কালে একটু ধাক্কাও খেতে হয়েছে তাদের। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এবার সেই Paytm তাদের পরিষেবায় জুড়ে দিল নতুন পাঁচটি বৈশিষ্ট্য।
গোপন রাখতে পারবেন আপনার ‘বিশেষ’ পেমেন্ট হিস্ট্রি
ধরুণ কোনও কাছের মানুষের জন্য একটা উপহার কিনেছেন। অনলাইনে যে লেনদেন হয়েছে, তা আপনার পেমেন্ট হিস্ট্রিতেই থেকে যাবে। এবার সেই বিশেষ বা একমাত্র লেনদেনটিকে যখন-তখন লুকিয়ে ফেলার বা গোপন রাখার ব্যবস্থা তৈরি করেছে Paytm। যখন ইচ্ছা লুকিয়ে নেবেন। যখন ইচ্ছা বের করবেন।
নিজের সারা মাসের UPI স্টেটমেন্ট বের করবেন এক ক্লিকে
সারামাসে কত খরচ হল, কে কত পেল, কার থেকে আপনি কত পেলেন, এবার সেই হিসাব একেবারে ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ-এর আকারে। যার মাধ্যমে গোটা মাসের বাজেট তৈরি একেবারে সহজ হয়ে যাবে।
মোবাইল নম্বর গোপন রাখতে ব্যক্তিগত UPI ID
এবার নিজের ইউজারদের তথ্য গোপন রাখতে বিশেষ ব্যবস্থা পেটিএমের। মোবাইল নম্বর নয়। টাকা লেনদেনের সময় দেখাবে ব্যক্তিগত UPI ID। ফলত, গোপন থাকবে সেই ইউজারের ফোন নম্বর।
লিঙ্ক করা থাকলেই দেখতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্স
ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত রয়েছে, সেই নির্দিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে UPI লিঙ্ক করা থাকলেই এবার থেকে তা এক ক্লিকেই দেখতে পারবেন। দশবার করে নির্দিষ্ট ব্যাঙ্কের অ্য়াপেও ঢুকতে হবে না।
অ্যাপ ক্যাব চালকদের কথাও ভেবেছে পেটিএম
সংস্থা তরফে জানা গিয়েছে, যারা অ্যাপ ক্যাব চালক তাদের সুবিধার্থে QR Widget শুরু করেছে পেটিএম। যার মাধ্যমে তাদের ফোনের হোম স্ক্রিনেই ভাসবে পেমেন্ট QRটা। খুলতে হবে না অ্যাপ। দ্রুত হবে পেমেন্ট।