Post Office: এই স্কিমে ‘ডবল’ হবে টাকা, মাত্র ১০০০ টাকা থেকে শুরু করতে পারেন বিনিয়োগ

Jan 25, 2025 | 6:36 AM

Post Office Scheme: এই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য বেশ কয়েকটি নথি থাকা প্রয়োজন। তার মধ্যে রয়েছে আধার কার্ড, বয়স সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি।

Post Office: এই স্কিমে ডবল হবে টাকা, মাত্র ১০০০ টাকা থেকে শুরু করতে পারেন বিনিয়োগ
প্রতীকী চিত্র।
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: শুধু মোটা টাকা বেতন পেলেই চলে না, সেই টাকা ঠিক জায়গায় বিনিয়োগ করতে পারছেন কি না, সেটাই দেখার। বিনিয়োগের জন্য অনেক বিকল্প রয়েছে দেশের। তবে সব ক্ষেত্রেই কম-বেশি ঝুঁকি থাকে। যাঁরা চান তাঁদের বিনিয়োগের ক্ষেত্রে ১০০ শতাংশ নিরাপত্ বজায় থাকবে, নিশ্চিত রিটার্নও পাওয়া যাবে, তাঁদের জন্য রয়েছে পোস্ট অফিসের এক বিশেষ স্কিম। কম টাকা বিনিয়োগ করেও ভাল অঙ্কের রিটার্ন পাওয়া সম্ভব।

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (KVP) স্কিম হল একটি আদর্শ বিকল্প। এই স্কিমটি ১১৫ মাসে (৯ বছর ৭ মাস) বিনিয়োগকারীর টাকা দ্বিগুণ করার গ্যারান্টি দেয়। আর রিটার্ন একেবারে নিশ্চিত। এই স্কিম বর্তমানে ৭.৫ শতাংশ বার্ষিক সুদ দেয়। এই হারে, কেউ বিনিয়োগ করলে, ১১৫ মাসে তা দ্বিগুণ হয়ে যাবে।

এই স্কিমে মাত্র ১,০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যেতে পারে। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। ফলে, আর্থিক সামর্থ্য যাই হোক না কেন, বিনিয়োগ করতে পারেন সবাই।

কিষাণ বিকাশ পত্র (KVP) স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য বেশ কয়েকটি নথি থাকা প্রয়োজন। তার মধ্যে রয়েছে আধার কার্ড, বয়স সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, KVP-র আবেদনপত্র। যে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি একক বা হোক বা যৌথ অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। ১০ বছরের বেশি বয়সী শিশুরাও অ্যাকাউন্ট খুলতে পারে।

বিনিয়োগের সময়কাল শেষ হওয়ার আগে যদি টাকার দরকার হয়, তাহলে অ্যাকাউন্ট খোলার ২ বছর ৬ মাস পর টাকা তুলে নেওয়া যেতে পারে। বিশেষ পরিস্থিতিতে, যেমন গ্রাহকের মৃত্যু হলে বা আদালত নির্দেশ দিলে টাকা তুলে নেওয়া যায়।

Next Article