Diwali Sweet: এই মিষ্টির দাম ২১০০০ টাকা, কী এমন আছে?

Diwali Sweet: মিষ্টির দাম কেজি প্রতি ২১ হাজার টাকা। আর একেকটি পিস-এর দাম ১৪০০ টাকা। মোটামুটিভাবে এক কেজিতে মেলে ১৫ পিস মিষ্টি। ওই দোকানে রয়েছে আরও অনেক রকমের মিষ্টি। শুকনো ফল দিয়েও বিভিন্ন রকম মিষ্টি তৈরি করা হয়েছে, যার দাম প্রতি কেজিতে ৩০০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।

Diwali Sweet: এই মিষ্টির দাম ২১০০০ টাকা, কী এমন আছে?
এই সেই মিষ্টিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 6:15 AM

নয়া দিল্লি: দীপাবলি মানে আলোর উৎসব। দেশের প্রায় সর্বত্র এই দীপাবলির উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া দীপবালির আগে ধনতেরাসে সোনা বা কোনও ধাতু কেনার রীতিও রয়েছে দেশের বিভিন্ন জায়গায়। তবে উৎসব তো মিষ্টিমুখ ছাড়া হয় না। ধনতেরাসের আগে জনপ্রিয়তা পেয়েছে এক বিশেষ ধরনের মিষ্টি। আমেদাবাদেই সেই মিষ্টি তৈরি করা হয়েছে। যার দাম শুনলে চোখ কপালে উঠবে। তাই বলে কেউ কিনছেন না এমন নয়। দীপাবলির আগে রীতিমতো ভিড় জমছে সেই মিষ্টি কেনার জন্য।

মিষ্টির নাম দেওয়া হয়েছে স্বর্ণমুদ্রা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই মিষ্টির ছবি। যার ওপরে রয়েছে ২৪ ক্যারেট সোনার আস্তরণ। আর এই বৈশিষ্ট্যই বাড়িয়েছে আকর্ষণ। মিষ্টির দাম কেজি প্রতি ২১ হাজার টাকা। আর একেকটি পিস-এর দাম ১৪০০ টাকা। মোটামুটিভাবে এক কেজিতে মেলে ১৫ পিস মিষ্টি।

শুধু সোনা নয়, ওই মিষ্টির মধ্যে রয়েছে অনেক মূল্যবান উপাদান। রয়েছে আমন্ড, ব্লু বেরি, পিস্তা, ক্র্যানবেরি। আমেদাবাদের গোয়ালিয়া এসবিআর আউটলেটে পাওয়া যাচ্ছে ওই মিষ্টি। ওই সংস্থার এক পদাধিকারী রবীনা তিলাওয়ানি জানান, এবছরই বিশেষভাবে ওই স্বর্ণমুদ্রা মিষ্টি তৈরি করা হয়েছে। গ্রাহকদের অর্ডার নিয়ে এই মিষ্টি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তবে শুধুমাত্র স্বর্ণমুদ্রা নয়, ওই দোকানে রয়েছে আরও অনেক রকমের মিষ্টি। শুকনো ফল দিয়েও বিভিন্ন রকম মিষ্টি তৈরি করা হয়েছে, যার দাম প্রতি কেজিতে ৩০০ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। সব গ্রাহকেরাই স্বর্ণমুদ্রা মিষ্টির প্রতি আগ্রহ প্রকাশ করছে বলে জানা গিয়েছে।