
কলকাতা ও পুরুলিয়া: বাংলায় কি নতুন শিল্প আসছে? বিরোধীরা যখন এই প্রশ্ন তুলছে, তখন নতুন বিনিয়োগের আশা। এবার বাংলায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রেশমি গ্রুপ। আর এই ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করে পুরুলিয়ায় একটি ইস্পাত কারখানা ও একটি বিদ্যুৎ কেন্দ্র গড়তে চায় এই সংস্থা। তাদের আশা, ২০২৩ সালের মধ্যে কারখানা ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শেষ হবে। বহু মানুষের কর্মসংস্থান হবে বলেও আশাবাদী তারা।
সংস্থাটি জানিয়েছে, ইস্পাত কারখানা সম্পূর্ণ হলে প্রতি বছর তার উৎপাদন ক্ষমতা হবে ২.৮ মিলিয়ন টন। আর বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হবে ৪০০ মেগাওয়াট। ১৮ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে। পুরুলিয়ার যুবক-যুবতীদের কাছে যা বড় সুযোগ বলে ওয়াকিবহাল মহল মনে করছে। কারখানা ও বিদ্যুৎ কেন্দ্র হলে ওই এলাকার উন্নয়নও হবে।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকার ৯৩৮ একর জমি বরাদ্দ করেছে। সংস্থার যুগ্ম সভাপতি এলবি চৌরাসিয়া বলেন, ” আমাদের এই বিনিয়োগ শুধু বাংলায় বাণিজ্যের সম্ভাবনার উপর আস্থা রাখাই নয়, পূর্ব ভারতে বাংলাকে অর্থনৈতিক শক্তিকেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার।”
রাজ্যের শিল্প ক্ষেত্রে রেশমি গ্রুপের নাম নতুন নয়। খড়্গপুর, ঝাড়গ্রাম-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ইস্পাত, সিমেন্ট ও খনিজ শিল্পে কাজ করছে এই সংস্থা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। রাজ্যের শিল্প ক্ষেত্রে রেশমি গ্রুপের আরও যে বিস্তার হতে চলেছে, তাদের নতুন উদ্যোগেই তা স্পষ্ট।