AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মধ্যরাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি রতন টাটা

Ratan Tata: ICU-তে চিকিৎসা চলছে রতন টাটার। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।

মধ্যরাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি রতন টাটা
রতন টাটা।Image Credit: Getty Image
| Updated on: Oct 07, 2024 | 1:19 PM
Share

মুম্বই: হাসপাতালে চিকিৎসাধীন রতন টাটা। সূত্রের খবর, টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানকে মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি। জানা যাচ্ছে, রবিবার মধ্যরাতে আচমকা রক্তচাপ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৮৬ বছরের শিল্পপতিকে।

তবে উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছেন রতন টাটা। তিনি তাঁর এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। বয়সজনিত কারণে চেক আপ চলছে তাঁর। কোনও ভুল তথ্য যাতে না ছড়ায়, সেই আবেদনও করেছেন রতন টাটা। 

সূত্রের খবর, বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর চিকিৎসা করেছেন। তবে ঠিক কী অসুস্থতা, সে ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

১৯৯১ থেকে ২০১২ পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন তিনি। পরবর্তীতে ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্তও ছিলেন চেয়ারম্যান পদে। ২০০৮ সালে তিনি পদ্মবিভূষণ সম্মান পান। ২০০০ সালে পদ্মভূষণ সম্মান পান।