
নয়াদিল্লি: কারি কারি সোনা কিনছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সম্প্রতি নিজেদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। তাতেই এই কথা জানিয়েছে তারা।
রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত তাদের তহবিলে সোনার পরিমাণ দাঁড়িয়েছে মোট ৮৭৯ মেট্রিক টন। যা গতবছর ছিল ৮২২ মেট্রিক টন। অর্থাৎ বছরের প্রথম তিন মাসের রিজার্ভ ব্যাঙ্কের সোনার মজুতের পরিমাণ বেড়ে যায় ৫৭ মেট্রিক টন।
কিন্তু কেন এত কারি কারি সোনা কেনে কেন্দ্রীয় ব্যাঙ্ক?
মূলত, দেশের অর্থনৈতিক দুরাবস্থাকে টলাতে, মুদ্রাস্ফীতি হটাতে, বৈদেশিক বাণিজ্যকে বজায় রাখতে ও দেশে চাহিদা মেটাতে সোনা কিনে মজুত করে রাখে বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি। সেই সূত্র ধরে এগিয়ে চলে রিজার্ভ ব্যাঙ্কও। গত বছর শুধুমাত্র নভেম্বর মাসেই প্রায় ৮ টন সোনা কিনে বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্য়াঙ্কগুলিকে পিছনে ফেলে দিয়েছিল RBI।
উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে তুলে ধরা তথ্য অনুযায়ী, এই ৫৭ টন সোনা কিনতে RBI এর খরচ পড়েছিল ২ লক্ষ ৭৪ হাজার কোটি টাকার অধিক। যা বর্তমানে সোনার দাম বেড়ে এসে ঠেকেছে ৪ লক্ষ ৩১ কোটি টাকায়।