Repo Rate: সুদের হার কমাল আরবিআই, ফের বাড়ি-গাড়ির ঋণের কিস্তি কমবে?

Repo Rate: যে সুদের হারে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলিকে আরবিআই ঋণ দিয়ে থাকে, তাকে রেপো রেট বলে। সাধারণ আরবিআই রেপো রেট কমালে ব্যাঙ্কগুলিও সুদের হার কমায়। ফলে ঋণগ্রহীতাদের মাসিক কিস্তির টাকাও কমে।

Repo Rate: সুদের হার কমাল আরবিআই, ফের বাড়ি-গাড়ির ঋণের কিস্তি কমবে?
ফাইল চিত্র।Image Credit source: PTI

Apr 09, 2025 | 7:02 PM

মুম্বই: নতুন অর্থবর্ষের প্রথম আর্থিক নীতি কমিটির (এমপিসি) বৈঠকে বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার(আরবিআই)। বুধবার এমপিসি-র বৈঠকের পর আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানালেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ৬.২৫ শতাংশ থেকে রেপো রেট কমে হল ৬ শতাংশ। এদিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হল বলে আরবিআইয়ের গভর্নর জানিয়েছেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল।

প্রতি ২ মাস অন্তর আরবিআইয়ের আর্থিক নীতি কমিটি বৈঠক করে। এর আগে ৭ ফেব্রুয়ারি বৈঠক করেছিল। সেখানে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ৫ বছর পর রেপো রেট কমিয়েছিল আরবিআই। ২ মাস পর ফের রেপো রেট কমল।

যে সুদের হারে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলিকে আরবিআই ঋণ দিয়ে থাকে, তাকে রেপো রেট বলে। সাধারণ আরবিআই রেপো রেট কমালে ব্যাঙ্কগুলিও সুদের হার কমায়। ফলে ঋণগ্রহীতাদের মাসিক কিস্তির টাকাও কমে। ফলে এবার গাড়ি-বাড়ির ঋণের মাসিক কিস্তির টাকা কমার সম্ভাবনা রয়েছে।

২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত হতে পারে, সেকথাও জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। আগে আরবিআই জানিয়েছিল, ২০২৫-২৬ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৭ শতাংশ। এদিন সেই সম্ভাবনা ২০ বেসিস পয়েন্ট কমাল আরবিআই। সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থাকতে পারে। তার মধ্যে প্রথম ত্রৈমাসিকে তা থাকার সম্ভাবনা ৬.৫ শতাংশ। দ্বিতীয় ত্রৈমাসিকে তা কিছুটা বাড়তে পারে। হতে পারে ৬.৭ শতাংশ। তৃতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৬.৬ শতাংশ। তবে চতুর্থ ত্রৈমাসিকে তা কিছুটা কমতে পারে। চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার থাকতে পারে ৬.৩ শতাংশ।