AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Reserve Bank Of India on Notes: ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের, সময়সীমা সেপ্টেম্বর ৩০!

Reserve Bank Of India: ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশকা। আর সেই অনুযায়ী দ্রুত গতিতে কাজ করছে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলো।

Reserve Bank Of India on Notes: ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে বিরাট সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের, সময়সীমা সেপ্টেম্বর ৩০!
Image Credit: Getty Images
| Updated on: Jun 18, 2025 | 7:30 PM
Share

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে কাজ করে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ক। আর এবার ১০০ ও ২০০ টাকার নোট নিয়ে কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশকা অনুযায়ী দ্রুত গতিতে কাজ করছে তারা। সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে দেশের ৭৫ শতাংশ এটিএমে ১০০ ও ২০০ টাকার নোট পাওয়া যাবে, এমনই নির্দেশিকা দিয়েছিল আরবিআই।

পড়ুন: ভারতের সঙ্গে শত্রুতা! কিন্তু ভারতকে মাল বিক্রি করেই দিন গুজরান করে Pakistan, Turkey, Bangladesh!

একটি সংবাদসংস্থা সূত্রে খবর, সেপ্টেম্বর ৩০ আসার অনেকটা আগেই এই কাজের প্রায় বেশিরভাগটা সম্পন্ন হয়েছে। অর্থাৎ, দেশের ৭৩ শতাংশ এটিএমে ১০০ বা ২০০ টাকার নোট পাওয়া যাচ্ছে। ভারতের সবচেয়ে বড় ক্যাশ ম্যানেজমেন্ট সংস্থা সিএমএস ইনফোসিস্টেম দেশের ২ লক্ষ ১৫ হাজারের মধ্যে ৭৩ হাজার এটিএমের ক্যাশ ম্যানেজের দায়িত্বে রয়েছে। আর তারা বলছে এই সংখ্যাটা ডিসেম্বরে ছিল ৬৫ শতাংশ।

পড়ুন: RBI-এর নয়া নিয়ম, অনেক দিন ব্যবহার করেননি এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই…

২০২৫ সালের এপ্রিলে আরবিআই একটি নির্দেশিকা জারি করে, যেখানে বলা হয়েছিল ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের ৭৫ শতাংশ এটিএম থেকে যাতে ১০০ ও ২০০ টাকার নোট পাওয়া যায়, সেই ব্যবস্থা করতে হবে ব্যাঙ্কগুলোকে। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক যাইছে দেশের প্রান্তিক মানুষদের হাতেও যাতে ১০০ বা ২০০ টাকার নোট পৌঁছায়। আর এই নির্দেশিকা অনুযায়ী ২০২৬ সালের ৩১ মার্চ দেশের ৯০ শতাংশ এটিএমে ১০০ ও ২০০ টাকার নোট পাওয়া যাবে।