
নয়াদিল্লি: সোমবারই রয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির বৈঠক। নতুন অর্থবর্ষের প্রথম পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে রিজার্ভ ব্যাঙ্কের এই হার নির্ধারক কমিটি। এই কমিটির হাতেই থাকে সুদের হারের পাশাপাশি আরও একাধিক বিষয়ক হার নির্ধারণের ক্ষমতা। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ আগামিকালই রয়েছে তাদের বৈঠক। আর সেই বৈঠকের আগেই বড় অনুমান একাংশের অর্থনৈতিক বিশেষজ্ঞদের।
কী জানাচ্ছেন তারা?
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তারা জানিয়েছে, নতুন অর্থবর্ষের বৈঠকে রেপো রেট নিয়ে আবার কোনও বড় সিদ্ধান্ত নিতে পারে ভারতের এই কেন্দ্রীয় ব্যাঙ্ক। তাদের অনুমান, মূল্যবৃদ্ধি আগের তুলনায় অনেকটা নেমেছে। সেই ভিত্তিতে বলা যেতে পারে, সম্ভবত এই বৈঠকে রেপো রেট কমানো নিয়ে ফের একবার আলোচনা হতে পারে রিজার্ভ ব্যাঙ্কের অন্দরে।
এর আগেও ফেব্রুয়ারি মাসে শক্তিকান্ত দাসের কার্যকালে পাঁচ বছরে প্রথমবারের জন্য ২৫ পয়েন্ট কমানো হয়েছিল রেপো রেট। তারপর কেটেছে একটা গোটা মাস। পড়েছে নতুন অর্থবর্ষ। রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্ব গিয়েছে আরও এক নতুন হাতে। এই পরিস্থিতি নতুন অর্থবর্ষে প্রথম বৈঠকে বসতে চলেথে মনিটরি পলিসি কমিটি। সেই সূত্র ধরেই বিশেষজ্ঞদের অনুমান, এই বৈঠকে কমলেও কমতে পারে রেপো রেট।
উল্লেখ্য়, একটি অর্থবর্ষে প্রায় ছয় বা তার বেশি বার এই মনিটরি পলিসি কমিটির বৈঠক ডাকে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। নতুন অর্থবর্ষে এপ্রিলের পর জুন, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবার, ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে রয়েছে পরবর্তী পর্যালোচনা বৈঠকগুলি।