গঙ্গাসাগর: পুণ্যস্নানের জন্য গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করেন। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি স্নান। ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। আর এই গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের মোবাইল পরিষেবায় যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য বাড়তি ব্যবস্থা নিল রিলায়েন্স জিও।
দেশের অন্যতম মোবাইল নেটওয়ার্ক রিলায়েন্স জিও। দেশের কোণায় কোণায় পৌঁছে গিয়েছে। গ্রাহকদের সুবিধায় নানা পদক্ষেপ করে তারা। এবার গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের জন্য একাধিক পদক্ষেপ করল।
একসঙ্গে কয়েক লক্ষ পুণ্যার্থী ভিড় করবেন গঙ্গাসাগরে। তাঁদের মোবাইল পরিষেবা দিতে গিয়ে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য অস্থায়ী সেল-অন-হুইলস (COW) বসানো হচ্ছে। কাকদ্বীপ, সাগরমেলা গ্রাউন্ডে থাকবে সেল-অন-হুইলস।
পুণ্যার্থীরা যাতে ৫জি নেটওয়ার্ক পরিষেবা ঠিকমতো পান, তার জন্য প্রধান সাগরমেলা গ্রাউন্ডে অতিরিক্ত ৫জি প্রযুক্তি বসানো হচ্ছে। একইসঙ্গে পুণ্যার্থীরা যাতে নিরবিচ্ছিন্ন পরিষেবা পান, তার জন্য অতিরিক্ত স্মল সেল (নেটওয়ার্ক বেস স্টেশন) বসানো হচ্ছে।
ইন্টারনেট ব্যবহারে পুণ্যার্থীরা যাতে কোনও অসুবিধায় না পড়েন, সেজন্য ব্যাকহল ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। আবার যেকোনও ইস্যু চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য নেটওয়ার্ক সাপোর্ট টিম থাকবে। সবমিলিয়ে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীরা যাতে মোবাইল পরিষেবায় কোনও সমস্যায় না পড়েন, তার জন্য সবরকম ব্যবস্থা রেখেছে রিলায়েন্স জিও।