Reserve Bank Of India: Repo Rate কমতেই গ্রাহকদের কথা ভেবে Home Loan-এর সুদ কমাল এই দুই Bank!
RBI, Repo Rate: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের রেপো রেট সব মিলিয়ে মোট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে দিলেও সব ব্যাঙ্কে এখনও এই সুবিধা পাওয়া যাচ্ছে না। নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলো সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে তাদের সুদের হার কমায়। তবে কিছু ব্যাঙ্ক রয়েছে যারা ইতিমধ্যেই এই সুবিধা দিচ্ছে গ্রাহকদের।

সম্প্রতি রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নিয়ে এই বছরের মধ্যেই ২ বার রেপো রেট কমাল দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। বর্তমান রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ৬ শতাংশ। উল্লেখ্য, রেপো রেট বলতে সে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক দেশের বাকি ব্যাঙ্কগুলোকে ঋণ দেয়। আর রেপো রেট কমায় অনেকটা স্বস্তিতে দেশের মধ্যবিত্ত শ্রেণির মানুষ। যাঁরা লোন নিয়ে বাড়ি কিনেছেন, হাসি ফুটেছে তাঁদের মুখে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের রেপো রেট সব মিলিয়ে মোট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে দিলেও সব ব্যাঙ্কে এখনও এই সুবিধা পাওয়া যাচ্ছে না। নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কগুলো সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে তাদের সুদের হার কমায়। তবে কিছু ব্যাঙ্ক রয়েছে যারা ইতিমধ্যেই এই সুবিধা দিচ্ছে গ্রাহকদের।
সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে হোম লোনের ক্ষেত্রে সুদের হার তারা কমাতে চলেছে। রেপো রেটের সঙ্গে সাযুজ্য রেখেই ০.২৫ শতাংশ কমতে চলেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোম লোনের সুদের হার। এতদিন সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। এবার পরিবর্তন হয়ে সেই সুদের হার হবে ৭.৯ শতাংশ। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে ২০২৫-এর ১৫ এপ্রিল থেকেই এই সুদের হার কার্যকর হবে। এ ছাড়াও, ভেহিকল লোন, পার্সোনাল লোন, এডুকেশন লোনের মতো ক্ষেত্রেও সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে তারা।
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর কথা ঘোষণা করার পরপরই হোম লোনের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। আর এর ফলে ওই ব্যাঙ্কে হোম লোনের সুদের হার ৯ শতাংশ থেকে নেমে এসেছে ৮.৮৫ শতাংশে।
প্রসঙ্গত, ফিক্সড ও ফ্লোটিং এই দুই পদ্ধতিতে হোম লোন দিয়ে থাকে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলো। আর ফ্লোটিং রেটে নেওয়া হোম লোনের ক্ষেত্রেই এই সুবিধা পাবেন গ্রাহকরা। এ ছাড়া, সুদের হার কমার পর যাঁরা ফিক্সড রেটে লোন নেবেন তাঁরাও পাবেন এই সুবিধা।
