How To Make Crore: ২৫ হাজার জমিয়ে কীভাবে পাবেন ২ কোটির বেশি?
Retirement Fund: যদি আপনি সর্বোচ্চ রিটার্ন পেতে চান, সেই ক্ষেত্রে আপনার ভরসা অবশ্যই শেয়ার বাজার। মানুষ শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন, এমন গল্প শুনে আপনি যদি শেয়ার বাজারকে এড়িয়ে যান, তাহলে হয়তও জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনিই করছেন। কারণ কী জানেন?

অবসরকালীন ফান্ডের জন্য ব্যাঙ্কে টাকা জমানো একেবারেই ভাল কোনও উপায় নয়। অনেকেই সেই কারণে ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের মাধ্যমে টাকা জমান। কিন্তু সেই বিকল্পও সম্পদ তৈরির জন্য খুব ভাল কোনও উপায় নয়। তাহলে কী উপায়? আপনার অবসরের জন্য ভাল রিটার্ন আপনাকে দেবে কে?
ভাল রিটার্ন কোথায়?
যদি আপনি সর্বোচ্চ রিটার্ন পেতে চান, সেই ক্ষেত্রে আপনার ভরসা অবশ্যই শেয়ার বাজার। মানুষ শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়েছেন, এমন গল্প শুনে আপনি যদি শেয়ার বাজারকে এড়িয়ে যান, তাহলে হয়তও জীবনের সবচেয়ে বড় ভুলটা আপনিই করছেন। কারণ? শেয়ার বাজারে সঠিক শেয়ারে বিনিয়োগ করলে কেউই সর্বস্বান্ত হয় না। আপনি কীভাবে বুঝবেন সঠিক শেয়ার? তার জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডে। প্রতিটা ফান্ড হাউসে একাধিক ফান্ড ম্যানেজার থাকেন, তাঁরা এই টাকা বিনিয়োগ করেন।
ইক্যুইটি মিউচুয়াল ফান্ড আপনাকে বছরে গড়ে অন্তত ১১ থেকে ১২ শতাংশের কাছাকাছি রিটার্ন দেয়। আর সেই হিসাব করলে আপনি ২০ বছরে প্রায় ২ কোটি থেকে ২ কোটি ৩০ লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবেন।
আপনার আগামীর সবচেয়ে বড় ঝুঁকি কিন্তু বাজারের ওঠানামা নয়। বরং মূদ্রাস্ফীতিই আপনার উপার্জন ও আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। আজকের দিনে যা আপনার কাছে নিরাপত্তা বলে মনে হতে পারে, সেই পরিমাণ টাকা আগামীতে কমে গিয়ে আপনার ক্রয়ক্ষমতা, আপনার স্বাধীনতা কমিয়ে দেবে।
সঞ্চয় করা আপনার অভ্যেস। কিন্তু শুধু সঞ্চয় করলেই হয় না। সম্পদ তৈরি করতে গেলে বেশ কিছু নিয়মনীতি মেনেই চলতে হয় বিনিয়োগকারীকে। একই সঙ্গে প্রয়োজন হয় লক্ষ্যভিত্তিক পরিকল্পনা, সঠিক ঝুঁকি, সময় আর ধৈর্যের। আপনি কত সঞ্চয় করছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ, আপনার টাকা আপনার অনুপস্থিতিতে আপনার জন্য উপার্জন করছে কি না। কারণ, আপনার আগামীর জীবনযাত্রার হালহকিকত কিন্তু লেখা হচ্ছে সেখানেই।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
