Amazon: ২ হাজার টাকার নোট বদলানোর টেনশন শেষ, অ্যমাজনের এক ক্লিকেই কেল্লা ফতে!
Demonetisation: অ্যামাজন সম্প্রতি এক বিশেষ পরিষেবা চালু করেছে। যার অধীনে ২০০০ নোট দিয়ে কেনাকাটা করা যাবে। অর্থাৎ সহজে নোট খরচ করতে ই-কমার্স অ্যামাজন চালু করেছে 'অ্যামাজন পে ক্যাশ লোড সিস্টেম'।
নয়া দিল্লি: হাতে আর মাত্র কয়েকদিন। ৩০ জুনের পর আর ২০০০ টাকার নোট চলবে না। আপনার কাছে যদি এখনও ২০০০ টাকার নোট থাকে, তাহলে অবিলম্বে সেগুলি বদল করে নিন। তবে ২০০০ টাকার নোট বদলাতে আর ব্যাঙ্কে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। Amazon-এর লিঙ্কে এক ক্লিকেই কেল্লা ফতে! শুনতে অবিশ্বাস্য লাগছে! এটাই সত্যি। এখন ২০০০ টাকার নোট দিয়ে আপনি Amazon এর ওয়েবসাইটে কেনাকাটা করতে পারবেন।
অ্যামাজন সম্প্রতি এক বিশেষ পরিষেবা চালু করেছে। যার অধীনে ২০০০ নোট দিয়ে কেনাকাটা করা যাবে। অর্থাৎ সহজে নোট খরচ করতে ই-কমার্স অ্যামাজন চালু করেছে ‘অ্যামাজন পে ক্যাশ লোড সিস্টেম’। এই বৈশিষ্ট্যের অধীনে প্রতি ৫০,০০০ টাকা পর্যন্ত বিনিময় করতে পারবেন। কীভাবে এই সুবিধা পাবেন, এখানে জেনে নিন।
অ্যামাজন পে ক্যাশ লোড সিস্টেম কি?
অ্যামাজন পে ক্যাশ লোড সিস্টেমের মাধ্যমে সহজেই ২০০০ নোট পরিবর্তন করতে পারেন। আমাজন এই নোটগুলির পরিবর্তে একই পরিমাণ টাকা অ্যামাজন পে ওয়ালেটে রাখবে। তবে অ্যামাজন আপনাকে টাকার পরিবর্তে ডিজিটাল টাকা দেবে। যা আপনি কেনাকাটা, রিচার্জ বা অন্যান্য ব্যাঙ্কিং কাজে ব্যবহার করতে পারেন। এমনকি, ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এই পরিমাণ Amazon Pay স্থানান্তর করতে পারেন।
অ্যামাজন পে ক্যাশ এই ভাবে ব্যবহার করুন
১) আপনাকে Amazon-এ কিছু সামগ্রী অর্ডার করতে হবে, যেখানে আপনি ক্যাশ লোডের বিকল্প দেখতে পাবেন। ২) চেকআউট প্রক্রিয়া চলাকালীন ক্যাশ অন ডেলিভারি বিকল্পটি নির্বাচন করুন। ৩) ডেলিভারি এজেন্ট আপনার বাড়িতে অর্ডার নিয়ে এলে তাঁকে বলুন যে, আপনি আপনার Amazon Pay ব্যালেন্সে টাকা জমা দিতে চান। ৪) এজেন্টকে অর্থ প্রদান করুন এখন কিছু জিনিস পরীক্ষা করার পরে ডেলিভারি এজেন্ট আপনার Amazon Pay অ্যাকাউন্টে ব্যালেন্স স্থানান্তর করে দেবেন। ৫) প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে আপনি Amazon Pay ব্যালেন্স চেক করতে পারেন।