State Bank of India: রিলায়েন্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, CBI-র কাছে যাচ্ছে SBI

State Bank of India: এই সময়কালে অনিল অম্বানির বিরুদ্ধে আসরে নেমেছিল আরও বেশ কিছু ঋণ প্রদানকারী সংস্থাও। কিন্তু আদালতের হস্তক্ষেপের পর তারা সেই 'প্রতারক' তকমা তুলে নেয়। এমনকি, SBI নিজেও ২০২৩ সালে অনিল অম্বানির সংস্থার বিরুদ্ধে করা 'প্রতারণা' অভিযোগ তুলে নেয়।

State Bank of India: রিলায়েন্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, CBI-র কাছে যাচ্ছে SBI
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।Image Credit source: Getty Image

|

Jul 22, 2025 | 11:33 AM

নয়াদিল্লি: অনিল অম্বানির বিরুদ্ধে ফের একবার সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করতে চলেছে দেশের অন্যতম বিশ্বস্ত ব্যাঙ্ক SBI। সম্প্রতি রিলায়েন্স পাওয়ারের কর্তার বিরুদ্ধে দেশের রিজার্ভ ব্যাঙ্কে প্রতারণার অভিযোগ করেছিল তারা। এবার দ্বারস্থ হতে চলেছে সিবিআইয়ের কাছে।

সোমবার লোকসভায় একটি প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, আগেই রিলায়েন্স পাওয়ারের কর্তাকে প্রতারক দাগিয়ে RBI-এর কাছে দ্বারস্থ হয়েছিল স্টেট ব্যাঙ্ক। এবার সিবিআইয়ের কাছে দ্বারস্থ হতে চলেছে তারা।

তবে এটা কিন্তু প্রথম নয়। এর আগে ২০২০ সালে অনিল অম্বানীর বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিল স্টেট ব্যাঙ্ক। এমনকি, তার এক বছর পর ২০২১ সালে সিবিআইয়ের কাছে একটি অভিযোগও দায়ের করে SBI কর্তৃপক্ষ। পরবর্তীতে সেই মামলা দিল্লি হাইকোর্টে ওঠে। এই সময়কালে অনিল অম্বানির বিরুদ্ধে আসরে নেমেছিল আরও বেশ কিছু ঋণ প্রদানকারী সংস্থাও। কিন্তু আদালতের হস্তক্ষেপের পর তারা সেই ‘প্রতারক’ তকমা তুলে নেয়। এমনকি, SBI নিজেও ২০২৩ সালে অনিল অম্বানির সংস্থার বিরুদ্ধে করা ‘প্রতারণা’ অভিযোগ তুলে নেয়।

এরপর কেটে গিয়েছে দু’টো বছর। তা হলে আবার কেন অনিল অম্বানিকে ‘প্রতারক’ প্রমাণে মরিয়া হয়েছে SBI?

সংস্থার অভিযোগ, তাদের থেকে মোট ৩১ হাজার ৫৮০ কোটি টাকা নিয়েছিল অনিল অম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশন। কিন্তু সেই ঋণের চুক্তি ভঙ্গ করেছে তারা। এমনকি, সেই চুক্তিভঙ্গের পর তা নিয়ে জবাবদিহি করতে বলা হলেও কোনও সদুত্তর দিতে পারেনি রিলায়েন্স। তারা আরও জানিয়েছে, এই গোটা ঋণের ২ হাজার ২২৭ কোটি টাকা ২০১৬ সাল থেকে সুদ ও আসল-সহ বকেয়া পড়ে রয়েছে। যা পরিশোধ করতে পারেনি অনিল অম্বানির সংস্থা।