SBI Q4 Results: শেষ মাসে SBI-এ ক্ষতির ‘ছায়া’, চাপ পড়বে সংস্থার শেয়ারে?

SBI Q4 Results: তবে এই সময়কালে কিন্তু অনেকটাই বেড়েছে মোটা অঙ্কের ট্রেডিং ও বিদেশি আয়। তৃতীয় ত্রৈমাসিকে SBI-এর মোট মুনাফার পরিমাণ ছিল ১৬ হাজার ৮৯১ কোটি টাকা। সেই তিন মাসে প্রায় ১০ শতাংশ আয় বেড়েছিল সংস্থার।

SBI Q4 Results: শেষ মাসে SBI-এ ক্ষতির ছায়া, চাপ পড়বে সংস্থার শেয়ারে?
প্রতীকী ছবি Image Credit source: Getty Image

|

May 04, 2025 | 1:13 PM

নয়াদিল্লি: আস্থার নাম SBI। ভারতের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সম্পর্কে এমনই বলে থাকেন গ্রাহকরা। কিন্তু সেই SBI-এর অন্দরে চিন্তার আবহ। কিন্তু কী এমন ঘটেছে সেখানে?

শনিবার নিজেদের শেষ ত্রৈমাসিকের রিপোর্ট পেশ করেছে SBI। যেখানে উঠে এসেছে স্টেট ব্যাঙ্কের খানিকটা ‘ব্যর্থতার’ কাহিনী। সেই রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর মোট ৯.৯ শতাংশ পড়েছে তাদের মোট মুনাফা। যা ২০২৩-২৪ অর্থবর্ষের শেষ তিন মাসে ছিল ২০ হাজার ৬৯৮ কোটি টাকা। তা অর্থবর্ষ ২০২৪-২৫ এ পড়ে গিয়েছে ১৮ হাজার ৬৪৩ কোটি টাকায়।

তবে এই সময়কালে কিন্তু অনেকটাই বেড়েছে মোটা অঙ্কের ট্রেডিং ও বিদেশি আয়। তৃতীয় ত্রৈমাসিকে SBI-এর মোট মুনাফার পরিমাণ ছিল ১৬ হাজার ৮৯১ কোটি টাকা। সেই তিন মাসে প্রায় ১০ শতাংশ আয় বেড়েছিল সংস্থার। কিন্তু শেষ মাসে এসে অধরাই রয়ে গেল লক্ষ্য।

এর প্রভাব কি পড়বে শেয়ার বাজারে?

শনিবার বাজার বন্ধ থাকার ফলে কোনও প্রভাব পড়েনি ঠিকই। কিন্তু সোমবার যে তা হবে না, সেই নিয়ে নিশ্চিত করতে পারছেন না বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবে, ত্রৈমাসিক রিপোর্টের বাজারে একটা সরাসরি প্রভাব রয়েছে। যা থেকে বাদ পড়বে না SBI-ও।

তবে এই রিপোর্টে নিজেদের শেয়ার ডিভিডেন্ডের কথাটাও উল্লেখ করেছে SBI। গত অর্থবর্ষে প্রতি শেয়ার ১৩.৭ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছিল SBI। যা এই বছরে বাড়িয়ে করে দেওয়া হয়েছে ১৫.৯০ টাকায়।