AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

State Bank of India: এক সপ্তাহের মধ্যেই বড় বদল! আরও বেসরকারির হাতে চলে যাচ্ছে SBI

State Bank of India: বিজনেস টুডে সূত্রে খবর, এই অংশীদারিত্ব বিক্রি নিয়ে মে মাসে সবুজ সংকেত দিয়ে দিয়েছে SBI বোর্ড। তবে এই নিয়ে তাদের প্রশ্ন করা হলে মুখ খুলতে চায় না সংস্থার কর্তৃপক্ষরা।

State Bank of India: এক সপ্তাহের মধ্যেই বড় বদল! আরও বেসরকারির হাতে চলে যাচ্ছে SBI
Image Credit: Getty Images
| Updated on: Jul 12, 2025 | 12:57 PM
Share

নয়াদিল্লি: প্রয়োজন ২৫ হাজার কোটি টাকার। তাই এবার নিজেদের অংশীদারিত্ব বিক্রির কথা ভাবছে দেশের অন্যতম বিশ্বস্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সম্ভবত আগামী সপ্তাহের এই নিয়ে কোনও একটা সিদ্ধান্তে উপনীত হবে তারা। এমনকি যদি এই বিক্রির ব্যাপারটা ঠিকঠাক গতি পায়, তা হলে কোল ইন্ডিয়ার পর এটাই সবচেয়ে বৃহৎ পরিমাণ শেয়ার বিক্রির নজির হবে।

বিজনেস টুডে সূত্রে খবর, এই অংশীদারিত্ব বিক্রি নিয়ে মে মাসে সবুজ সংকেত দিয়ে দিয়েছে SBI বোর্ড। ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে চলে যাবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আরও অংশীদারিত্ব। তবে এই নিয়ে তাদের প্রশ্ন করা হলে মুখ খুলতে চায় না সংস্থার কর্তৃপক্ষরা।

কিন্তু কী কারণেই এত পরিমাণ অংশীদারিত্ব বিক্রির পথে নামল স্টেট ব্যাঙ্ক? জানা গিয়েছে, ঋণ খাতে এক ঝটকা ব্যবসা বাড়াতেই নগদ দরকার তাদের। এই পরিস্থিতিতে নিজেদের অংশীদারিত্ব বিক্রি করাকেই শ্রেয় মনে করছে তারা। সাম্প্রতিককালে একটি রিপোর্টও প্রকাশ্যে এসেছিল যা ঋণ খাতে বৃদ্ধির প্রসঙ্গটাকে মজবুত করে।

SBI নিজেই জানিয়েছিল, গত অর্থবর্ষে পাবলিক সেক্টর বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ঋণ দেওয়ার পরিমাপে বেসরকারি ব্যাঙ্কগুলিকে পিছনে ঠেলে দিয়েছে। যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার ক্ষেত্রে বছর প্রতি ১২ শতাংশ বৃদ্ধি দেখা যায়। অন্যদিকে বেসরকারি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে সেই বৃদ্ধির পরিমাণ দাঁড়ায় ৯.৫ শতাংশ। এরপরেই অংশীদারিত্ব বা শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয় SBI। তবে তা বাস্তবায়ন হওয়া এখনও সময়ের অপেক্ষা।