
কলকাতা: ঝরে ঝরে পড়ছে টাকা। শেষ ত্রৈমাসিকে বিরাট মুনাফা গড়ল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI। এদিন নিজেদের মুনাফার খতিয়ান প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। রিপোর্ট অনুযায়ী, অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ১৬ হাজার ৮৯১ কোটি টাকা মুনাফা আয় করেছে তারা। যা ভেঙেছে গত বছরের রেকর্ডও।
বলা যেতে পারে, SBI-এর অন্দরে এখন খুশির আমেজ। গত বছরের শেষ ত্রৈমাসিকে SBI এর মুনাফার পরিমাণ ছিল প্রায় ৯ হাজার কোটি টাকা। এক বছরে যা ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার কোটি টাকা।
কিন্তু স্টেট ব্যাঙ্কের এমন রেকর্ড মুনাফার পরও মন খারাপ শেয়ার বাজারে। লক্ষ্মীবারেও মুখ তুলে তাকাল না সংস্থার শেয়ার। গত ছয় মাস ধরে ওঠা-নামা করছে শেয়ারের দাম। এদিনও প্রায় দুই শতাংশ পড়ে স্টেট ব্যাঙ্কের শেয়ারের দাম এসে ঠেকেছে ৭৫৩ টাকায়। কিন্তু এত ভাল ত্রৈমাসিক রিপোর্টের পরেও কেন এমন হাল?
বিশেষজ্ঞরা বলছেন, ১৬ হাজার কোটি টাকা মুনাফা করলেও, লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি স্টেট ব্য়াঙ্ক। তাই মুখ বেজার করে বসেছে শেয়ার বাজার। এই লক্ষ্যমাত্রাটা কোন খাতে? জানা গিয়েছে, শেষ ত্রৈমাসিকে কমেছে স্টেট ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট মার্জিন। এর আগের ত্রৈমাসিকে সুদে আয় বৃদ্ধি পেয়েছিল মোট ৩.১৪ শতাংশ। কিন্তু শেষ ত্রৈমাসিকে সেই বৃদ্ধি দাঁড়িয়েছে ৩.০১ শতাংশে। যা সম্ভবত প্রভাব ফেলেছে শেয়ারেও।