Share Market: সোমের অন্ধকার চিরে মাথা তুলল শেয়ার বাজার, বিনিয়োগকারীদের জোগাল ‘ঘুরে দাঁড়ানোর’ আশা
Share Market: অন্যদিকে, গতি ধরেছে নিফটি ৫০ও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৮৪ পয়েন্ট বৃদ্ধি এসেছে ঠেকেছে ২২ হাজার ৫৩৮ পয়েন্টে।

কলকাতা: অন্ধকারের বুক চিরে আলোর প্রবেশ। সোমের ‘ঘন কুয়াশা’ থেকে বিনিয়োগকারীদের পথ হাতড়ে খানিকটা বের করে আনল শেয়ার বাজার। এখন কিছুটা স্বস্তিতে তারা। মঙ্গলবার, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১ হাজার ২০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেনসেক্স। বর্তমানে এই সূচক ছুটছে ৭৪ হাজার ৩৭৬ পয়েন্টে।
অন্যদিকে, গতি ধরেছে নিফটি ৫০ও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৮৪ পয়েন্ট বৃদ্ধি এসেছে ঠেকেছে ২২ হাজার ৫৩৮ পয়েন্টে।
গতকাল অর্থাৎ সোমবার বড় ধাক্কা খেয়েছিল শেয়ার বাজার। ২৪ ঘণ্টা আগে ঠিক এই সময় ‘হাহাকার’ পড়ে গিয়েছিল দালাল স্ট্রিটে। মার্কেট খোলার পর এক ধাক্কায় ৩ হাজার পয়েন্ট পড়ে গিয়েছিল সেনসেক্স। এক দিনে ক্ষতি হয়েছিল ২০ লক্ষ কোটি টাকার অধিক।
সোমের আঘাতে বেশ ডুবেছিল ব্যাঙ্ক নিফটি ও নিফটি ফিনান্সিয়াল সার্ভিস। এই দু’টিই যথাক্রমে পড়ে গিয়েছিল ৪ শতাংশ করে। একই ভাবে ক্ষতি হয়েছিল HDFC, ICICI ও Axis Bank-এর শেয়ারেরও। মোট ৩ থেকে ৫ শতাংশ পতন দেখা গিয়েছিল এই সংস্থার শেয়ারগুলিতে। তবে আজ অর্থাৎ মঙ্গলবার পরিস্থিতি বেশ ‘মঙ্গলজনক’। পুনরায় গতি পেয়েছে ব্যাঙ্ক নিফটি। বেড়েছে ১.৫৪ শতাংশ। একই ভাবে HDFC, ICICI ও SBI-এর শেয়ারে দেখা গিয়েছে প্রায় ২ শতাংশ উত্থান।
তবে নিফটি আই নিয়ে শঙ্কা যেন এখনও কাটছে না। বিশেষজ্ঞদের অনুমান, ট্রাম্পের শুল্কাঘাতে সব থেকে বেশি প্রভাব পড়তে পারে এই সেক্টরে। তেমনটাই হচ্ছে। সোমবার ৫.৯ শতাংশ গড়িয়ে গিয়েছিল নিফটি আইটি ইনডেক্স। যা মঙ্গলবার বাজার খোলার পর সাড়ে ৯টা পর্যন্ত আবার পড়েছে। তারপর আপাতত একটু একটু মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে।





