Share Market: ১২০০ পয়েন্ট লাফাল সেনসেক্স! একদিনে কত লক্ষ কোটি আয় হল বিনিয়োগকারীদের?
Share Market News: এদিন এক ধাক্কায় ১৫ শতাংশেরও অধিক বৃদ্ধি পেয়েছে বেশ কিছু শেয়ার। যার মধ্যে অন্যত্তম মোটর অ্যান্ড জেনারেল ফিনান্স, ইনটেন্স টেকনোলজি, রুদ্রাভিষেক এন্টারপ্রাইজ ও কির্লোস্কার ওয়েল ইঞ্জিন।

নয়াদিল্লি: লক্ষ্মীবারে ফুলে ফেঁপে উঠল শেয়ার বাজার। বৃহস্পতিবার, মোট ১২০০ পয়েন্ট ঝাঁপাল সেনসেক্স। ১.৪৮ শতাংশ বেড়ে দাঁড়াল ৮২ হাজার ৫৩০ পয়েন্টে। অন্যদিকে, নিফটি ৫০ ঝাঁপাল প্রায় ৩৯৫ পয়েন্টে। ১.৬০ শতাংশ বেড়ে ২৫ হাজার পয়েন্টে এসে ঠেকল এই সূচক।
কোন ফর্মুলা ধরে হল এই পারফরমেন্স?
সর্বভারতীয় সংবাদমাধ্যম মিন্টকে এই প্রসঙ্গে জিওজিৎ ইনভেস্টমেন্টের গবেষণা কর্তা বিনোদ নায়ার জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যের বাড়ন্ত সম্ভাবনা। মুদ্রাস্ফীতি হ্রাস-সহ একাধিক বিষয়ের কারণে সবুজ সংকেত পেয়েছে সেনসেক্স। লাফিয়েছে নিজের মন মতো।’
বাজার কাঁপিয়েছে যারা
এদিন এক ধাক্কায় ১৫ শতাংশেরও অধিক বৃদ্ধি পেয়েছে বেশ কিছু শেয়ার। যার মধ্যে অন্যত্তম মোটর অ্যান্ড জেনারেল ফিনান্স, ইনটেন্স টেকনোলজি, রুদ্রাভিষেক এন্টারপ্রাইজ ও কির্লোস্কার ওয়েল ইঞ্জিন।
তবে কিছুজন যখন একদিকে ভাল পরিমাণ লাভের মুখ দেখেছে, সেই আবহে ‘মার’ খেয়েছে বেশ কিছু সংস্থার শেয়ার। লিয়ড ইঞ্জিনিয়ারিং, ওয়েন্ড ইন্ডিয়া ও আভানটেল লিমিটেডের মতো সংস্থাগুলির শেয়ারে পতন হয়েছে ১০ শতাংশ।
কতটা লাভ তুলল বিনিয়োগকারীরা?
পরিসংখ্যান বলছে, আজকের সেশনে প্রায় ৫ লক্ষ কোটি টাকা আয় হয়েছে বিনিয়োগকারীদের। যার জেরে BSE-র আওতাধীন সংস্থাগুলির মূলধন বেড়ে হয়েছে ৪৪০ লক্ষ কোটি টাকা।

