AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: হঠাৎ টালমাটাল সেনসেক্স-নিফটি, বাড়ল তথ্য প্রযুক্তির সূচক!

Nifty 50-Sensex: দেশের সেক্টোরিয়াল সূচকগুলোর মধ্যে নিফটি আইটি বেড়েছে ৪৩৭ পয়েন্ট। অন্য সেক্টোরিয়াল সূচকের মধ্যে নিফটি ফার্মা পড়েছে ২৩১ পয়েন্ট।

Share Market News: হঠাৎ টালমাটাল সেনসেক্স-নিফটি, বাড়ল তথ্য প্রযুক্তির সূচক!
Image Credit: Getty Images
| Updated on: Apr 29, 2025 | 6:26 PM
Share

আজ ২৯ এপ্রিল ৭ পয়েন্ট বেড়েছে দেশের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। অন্যদিকে, আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স বেড়েছে ৭০ পয়েন্ট।

দেশের সেক্টোরিয়াল সূচকগুলোর মধ্যে নিফটি আইটি বেড়েছে ৪৩৭ পয়েন্ট। অন্য সেক্টোরিয়াল সূচকের মধ্যে নিফটি ফার্মা পড়েছে ২৩১ পয়েন্ট। নিফটি এফএমসিজি পড়েছে ১৪৫ পয়েন্ট। বিএসই ব্যাঙ্কেক্স পড়েছে ২১৬ পয়েন্ট। নিফটি নেক্সট ৫০ পড়েছে ১৫১ পয়েন্ট।

আজ সামান্য বেড়েছে চিনা সূচক হ্যাংসেং। ১৩৪ পয়েন্ট বেড়েছে জাপানি সূচক নিক্কেই।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে মালু পেপার মিলস ও পরশ ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিসের শেয়ার। এ ছাড়াও বেড়েছে ডেটা প্যাটার্নস, গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ও টবো টেকের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

আজ কোনও শেয়ারের দামও লোয়ার সার্কিট হিট করেনি। কিন্তু পড়েছে গ্লোবাল ভেক্ট্রা হেলিকর্প, শিবা মিলস, মানকশিয়া, লক্ষ্মী ফাইন্যান্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কর্প, গো ডিজিট জেনারেল ইন্সিওরেন্সের শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ৬ টাকা ডিভিডেন্ড দিয়েছে ৩৬০ ওয়ান ওয়াম।
  • আজ চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে ভারত পেট্রোলিয়াম, সিআইই অটোমোটিভ।
  • আজ বার্ষিক ফলাফল প্রকাশ করেছে এনভাইরোটেক সিস্টেমস, অম্বুজা সিমেন্ট, টোকিও ফাইন্যান্স, পঞ্জাব অ্যান্ড সিন্ধ, ইউটিআই এএমসি, স্টার হেলথ ইন্সিওরেন্স, জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ও বিশাল মেগা মার্ট।
  • বার্ষিক ফলাফলের সঙ্গে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করেছে বাজাজ ফাইন্যান্স, ট্রেন্ট, সিয়েট, জিন্দাল হোটেলস, শপার্স স্টপ, বাজাজ ফিনসার্ভ, আইআরএফসি।
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়ে ফেলেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আইসিআইসিআই ব্যাঙ্ক, মাজাগন ডক শিপবিল্ডার্স, সোলার ইন্ডাস্ট্রিজ, করোমন্ডল ইন্টারন্যাশনাল ও বিএসই।
  • কোনও সংস্থাই ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছোঁয়নি।

*২৯ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।