Share Market Crash: এক ধাক্কায় পড়ে গেল শেয়ার বাজার! সপ্তাহের শেষ দিনে ‘স্বপ্নভঙ্গ’ বিনিয়োগকারীদের

Share Market Crash: সেনসেক্সের ধাক্কায় NSE ও BSE মিলিয়ে পড়ে গিয়েছে একাধিক শেয়ারের দর। ৬ শতাংশ পড়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ৩ শতাংশ দর পড়েছে টাটা স্টিলের, এম অ্যান্ড এম পড়েছে ৪ শতাংশ, এইচসিএল টেক পড়েছে ৩ শতাংশ।

Share Market Crash: এক ধাক্কায় পড়ে গেল শেয়ার বাজার! সপ্তাহের শেষ দিনে স্বপ্নভঙ্গ বিনিয়োগকারীদের
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Feb 28, 2025 | 11:23 AM

কলকাতা: সপ্তাহের শেষ ট্রেডিং দিনেও বিনিয়োগকারীদের চোখ ভেজাল শেয়ার বাজার। এদিন বাজার খুলতেই ধপাস করে পড়ে গেল সেনসেক্সের সূচক। সকাল ১০.৫৭ অবধি পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বাজার খোলার পর প্রথমে এক ধাক্কায় প্রায় হাজার পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। তারপরই একটু একটু করে মাথা ওঠাতে শুরু করে এই সূচক।

গতকাল বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত সেনসেক্স দাঁড়িয়েছিল ৭৪ হাজার ৫৬৫ পয়েন্টে। শুক্রবার, বাজার খুলতেই যা এক ধাক্কায় মাটিতে নুইয়ে পড়ে ৭৩ হাজার ৬০৬ পয়েন্টে এসে দাঁড়ায়। একই হাল নিফটি ৫০-এরও। সেনসেক্সের হাত ২০০ পয়েন্টের অধিক পড়ে যায় এই সূচক।

সেনসেক্সের ধাক্কায় NSE ও BSE মিলিয়ে পড়ে গিয়েছে একাধিক শেয়ারের দর। ৬ শতাংশ পড়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ৩ শতাংশ দর পড়েছে টাটা স্টিলের, এম অ্যান্ড এম পড়েছে ৪ শতাংশ, এইচসিএল টেক পড়েছে ৩ শতাংশ। এছাড়াও, পড়ে গিয়েছে বেশ কয়েকটি তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ার। এই ধাক্কায় ৪ শতাংশ মাথা নামিয়েছে Nifty IT।

কিন্তু হঠাৎ করেই কেন এমন লুটোপুটি খাচ্ছে শেয়ার বাজার? বিশেষজ্ঞদের দাবি, শুক্রবার তৃতীয় ত্রৈমাসিকে দেশের জিডিপির হাল-হকিকত নিয়ে তথ্য প্রকাশ করবে অর্থমন্ত্রক। আপাতত সেই দিকে তাকিয়ে নিজেদের লগ্নি তুলে নিচ্ছেন বহু বিনিয়োগকারীরা। এছাড়াও, তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারের লাগাতর পতন প্রভাব ফেলেছে বাজারে। আর এই সকল অভ্য়ন্তরীণ প্রভাবের মাঝেই ডলার বাড় বাড়ন্ত ও ট্রাম্পের ট্যারিফ হুঙ্কারে বাড়তি চাপে পড়েছেন বিনিয়োগকারীরা।