Mukesh Ambani: আমেরিকার ‘দখল’ নিতে ভারতের হাত ধরছে চিন! সামনে রয়েছেন অম্বানি

Mukesh Ambani: বিদেশের মাটিতে ভারতীয় বস্ত্র বিক্রির জন্য যৌথ অংশীদারিত্বের পথে নেমেছে এই দুই সংস্থা। আগামী ছয় থেকে ১২ মাসের মধ্য়েই শুরু হবে কাজ। তবে এই প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ উভয় সংস্থাই।

Mukesh Ambani: আমেরিকার দখল নিতে ভারতের হাত ধরছে চিন! সামনে রয়েছেন অম্বানি
Image Credit source: Getty Image | PTI

|

Jun 09, 2025 | 8:44 PM

নয়াদিল্লি: আমেরিকার বাজার দখলে ভারত-মুখী চিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসতেই গলা চিপেছেন চিনের। না দিচ্ছেন গিলতে, না দিচ্ছেন ফেলতে। শুল্ক চাপে চোখের সামনে জুজু দেখছে চিনা প্রশাসন। পাল্টা শুল্ক তারাও চাপিয়েছে, কিন্তু তাতেও আখেড়ে ক্ষতি হচ্ছে তাদের। সেই কারণেই ট্রাম্পের সঙ্গে এখন বৈঠকের পথ মাপছে শি। যুদ্ধ রাখছে স্থগিত। এই আবহেই আবার আমেরিকা দখলে ভারতের সঙ্গেও বজায় রাখছে সম্পর্ক।

রয়টার্স সূত্রে জানা গিয়েছে, মুকেশ অম্বানির রিলায়েন্স রিটেইলের সঙ্গে হাত মেলানোর পরিকল্পনা করছে চিনা পোশাক প্রস্তুতকারী সংস্থা শেইন। বিদেশের মাটিতে ভারতীয় বস্ত্র বিক্রির জন্য যৌথ অংশীদারিত্বের পথে নেমেছে এই দুই সংস্থা। আগামী ছয় থেকে ১২ মাসের মধ্য়েই শুরু হবে কাজ। তবে এই প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ উভয় সংস্থাই।

তবে শুধুই বিদেশের মাটিই নয়। ভারতেও নিজের জায়গা তৈরি করেছে চিনা পোশাক প্রস্তুতকারী সংস্থা শেইন। ২০১৮ সালে স্বাধীন ভাবে ভারতের বুকে ব্যবসা শুরু করেছিল শেইন। কিন্তু ২০২০ সালে চিনের সঙ্গে চলা বিবাদের জন্য ভারতে নিষিদ্ধ হয়ে যায় এই সংস্থা। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নতুন করে ভারতে ঢোকে শেইন। মুকেশ অম্বানির সংস্থার রিলায়েন্স রিটেইলের সঙ্গে লাইসেন্সিং চুক্তির মাধ্যমে এ দেশে ব্যবসা শুরু করে তারা।

এদিন রয়টার্সকে শেইন জানিয়েছে, ‘রিলায়েন্সের সঙ্গে আমাদের সম্পর্ক এতদিন পর্যন্ত ভারতে ব্যবসার জন্য সীমাবদ্ধ ছিল।’ যা এবার সম্ভবত আন্তর্জাতিক স্তরে পৌঁছতে চলেছে, বলেই দাবি সূত্রের। অবশ্য, এই যৌথ অংশীদারিত্ব প্রসঙ্গে মুখ কুলুপ এঁটেছে রিলায়েন্স।

চিনা সংস্থা শেইন তরফে আরও জানা গিয়েছে, যদি বিদেশের মাটিতে ভারতীয় পোশাকের ব্যবসা তারা শুরু করতে পারে, সেক্ষেত্রে তাদের প্রাথমিক টার্গেট আমেরিকা ও ব্রিটেন। যার জন্য প্রায় ১২ হাজার পোশাকের ডিজাইন তৈরি করা হয়েছে। ওয়েবসাইটও তৈরি করা হচ্ছে।