Maha Kumbh: মহাকুম্ভের টানে ভারতে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড়, চমকে দেবে তথ্য

Jan 24, 2025 | 4:02 PM

Maha Kumbh: তথ্য বলছে, আধ্যত্মিক ভ্রমণের জন্য ভিসার আবেদনকারীদের মধ্যে ৪৮ শতাংশ আবেদন করা হয় মহাকুম্ভ ও অন্য বড় বড় ধর্মীয় ইভেন্টের জন্য। শুধু মহাকুম্ভের তথ্য বলছে, দেড় মাসে ৪ কোটি ২০ লক্ষের মতো বিদেশি পুণ্যার্থী মহাকুম্ভে পা রাখতে চলেছেন।

Maha Kumbh: মহাকুম্ভের টানে ভারতে বাড়ছে বিদেশি পর্যটকদের ভিড়, চমকে দেবে তথ্য
মহাকুম্ভ মেলা

Follow Us

নয়াদিল্লি: ১৪৪ বছর পর মহাকুম্ভ মেলা। ৪৫ দিনে ৪০ কোটির বেশি পুণ্যার্থীর পা পড়তে পারে প্রয়াগরাজে। শুধু কি দেশের বিভিন্ন প্রান্ত থেকেই পুণ্যার্থীরা যাচ্ছেন প্রয়াগরাজে? তথ্য় বলছে, শুধু দেশ নয়, বিশ্বের কোণা কোণা থেকে পুণ্যার্থীরা মহাকুম্ভ মেলায় আসছেন। শুধু মহাকুম্ভ নয়, ভারতের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যে বিদেশি নাগরিকদের আগমন বাড়ছে, তার প্রমাণ আধ্যাত্মিক ভ্রমণের জন্য ভিসার আবেদন বৃদ্ধি।

অনলাইন ভিসা প্রক্রিয়াকরণ সংস্থা অ্যাটলিস জানিয়েছে, আধ্যাত্মিক ভ্রমণের জন্য বিদেশি পর্যটকদের সংখ্যা ২১.৪ শতাংশ বেড়েছে। মহাকুম্ভ ও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি নাগরিক আধ্যাত্মিক ট্যুরিজম ভিসার আবেদন জানান।

তথ্য বলছে, আধ্যত্মিক ভ্রমণের জন্য ভিসার আবেদনকারীদের মধ্যে ৪৮ শতাংশ আবেদন করা হয় মহাকুম্ভ ও অন্য বড় বড় ধর্মীয় ইভেন্টের জন্য। শুধু মহাকুম্ভের তথ্য বলছে, দেড় মাসে ৪ কোটি ২০ লক্ষের মতো বিদেশি পুণ্যার্থী মহাকুম্ভে পা রাখতে চলেছেন।

এই খবরটিও পড়ুন

যেসব দেশ থেকে আধ্যাত্মিক ভ্রমণের জন্য ভিসার আবেদন করা হয় তার মধ্যে আমেরিক ও ব্রিটেনও রয়েছে। এই দুই দেশ থেকে আধ্যত্মিক ভ্রমণের ভিসা কয়েকগুণ বেড়েছে। আবেদনকারীদের মধ্যে যুবক-যুবতীর সংখ্যা বেশি। বিশেষ করে মহিলাদের ভারতে আসার ক্ষেত্রে আধ্যাত্মিক ভিসার আবেদন বেড়েছে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে আরও একটি বিষয় বেড়েছে, তা হল গ্রুপে ভ্রমণ। ধর্মীয় উদ্দেশ্যে গ্রুপে ভারতে আসার আবেদন বেড়েছে ৩৫ শতাংশ।

বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানের। ধর্মীয় স্থানগুলির পরিকাঠামো উন্নত করা হয়েছে। গত কয়েক বছরে ভারতের যেসব ধর্মীয় স্থানে আধ্যাত্মিক ভ্রমণ বেড়েছে, তার মধ্যে রয়েছে বারাণসী ও ঋষিকেশ। প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি পর্যটক এই দুটি আসেন। গঙ্গার পাড়ে আরতি দেখতে জড়ো হন বিদেশি পর্যটকরা।

 

Next Article