Swiggy: কিনলেই পুরো ২০০ টাকা ছাড়, বড় অফার সুইগি-র, শর্ত একটাই

Swiggy: বর্তমানে দেশের ২০০টি শহরের ২০০০ কলেজ ক্যাম্পাসে চলছে সুইগি-র এই প্রোগ্রাম। আগামী জুলাই মাসের মধ্যে এই প্রোগ্রাম ৪৫০০ কলেজ ক্যাম্পাসে পৌঁছে দেওয়া হবে বলে পরিকল্পনা রয়েছে সুইগি-র।

Swiggy: কিনলেই পুরো ২০০ টাকা ছাড়, বড় অফার সুইগি-র, শর্ত একটাই
Image Credit source: Sudipta Das/NurPhoto via Getty Images

May 17, 2025 | 7:35 AM

নয়া দিল্লি: বিশেষ অফার চালু করল ফুড ডেলিভারি প্লাটফর্ম সুইগি (Swiggy)। মূলত পড়ুয়াদের জন্য এই অফার চালু করা হয়েছে। এই অফারে সংস্থার পরিষেবায় বিশেষ ছাড় পাবেন ছাত্র-ছাত্রীরা।

সংস্থার তরফে জানানো হয়েছে, এই অফারে সুইগি-র ‘সুইগি ওয়ান’ ও ‘সুইগি লাইট’-এর সাবস্ক্রিপশনে পাওয়া যাবে ছাড়। এই দুই প্রোগ্রামে ডেলিভারির জন্য আলাদা কোনও টাকা দিতে হয় না। এছাড়া প্রতিবার কেনার ক্ষেত্রে অতিরিক্ত ছাড় পাওয়া যায়।

শুধু তাই নয়, সংস্থার তরফে এও জানানো হয়েছে যে এই অফারে সাবস্ক্রিপশন করলে ৬৯৯, ৭৯৯ বা ৮৯৯ টাকার খাবার কিনলে ২০০ টাকা ছাড় (ফ্ল্যাট ডিসকাউন্ড) পাওয়া যালে।

বর্তমানে দেশের ২০০টি শহরের ২০০০ কলেজ ক্যাম্পাসে চলছে সুইগি-র এই প্রোগ্রাম। আগামী জুলাই মাসের মধ্যে এই প্রোগ্রাম ৪৫০০ কলেজ ক্যাম্পাসে পৌঁছে দেওয়া হবে বলে পরিকল্পনা রয়েছে সুইগি-র।

এই প্রোগ্রাম মূলত ১৮ থেকে ২৫ বছর বয়সী পড়ুয়াদের জন্য। উল্লেখ্য, সুইগি-র ‘বল্ট’ নামে আরও একটি অ্যাপ রয়েছে, যাতে অর্ডার করলে ১০ মিনিটে খাবার পৌঁছে দেওয়া হয় বাড়িতে।