কলকাতা: সপ্তাহান্তে আকাশ ছুঁয়ে ফেলল টাটা কনসালটেন্সি সার্ভিসেস-এর শেয়ার। সপ্তাহের শেষ ট্রেডিংয়ের দিনে বিরাট লাফ টাটা গ্রুপের এই শেয়ারের। যেখানে হুড়মুড়িয়ে পড়ছিল সেনসেক্স ও নিফটি ৫০। সেখানে দাঁড়িয়ে রীতিমতো এক লাফে আকাশ ছুঁয়ে ফেলল TCS। শেয়ার বাজারের দুর্দিনে বিনিয়োগকারীদের সংকটমোচন করল টাটার এই সংস্থার শেয়ার।
বাজার খুলতেই সকাল ১০টার মধ্যে এক ধাপে ২৮৪ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। অন্য দিকে প্রায় এক শতক পয়েন্ট পড়ে নিফটি ৫০-এর। শেয়ার বাজারের ঘণ্টা বাজতেই এমন পতন দেখে যথারীতি চিন্তায় পড়ে যায় বিনিয়োগকারীরা। কিন্তু ক্ষণিকের মধ্যে খেলা ঘুরিয়ে দেয় টাটা গ্রুপের কনসালটেন্সি শেয়ার।
এক লাফে প্রায় ৫.৬০ শতাংশের কাছাকাছি দাম বৃদ্ধি পায় রতন টাটা পছন্দের সংস্থার শেয়ারের। গতকাল, বাজারের বন্ধের সময় এই শেয়ারের দাম ছিল ৪ হাজার ৪৪ টাকার কাছাকাছি। এদিন মার্কেট খুলতেই এক লাফে ৪২০০ টাকা পর্যন্ত পৌঁছে যায় শেয়ারের দাম। ট্রেডিং বন্ধ হওয়ার আগে অবধি TCS ছুঁয়ে ফেলে ৪ হাজার ২৬৫ টাকার গন্ডি।
হঠাৎ বৃদ্ধির কারণ কী?
গতকালই নিজেদের শেষ ত্রৈমাসিকের তথ্য প্রকাশ করেছে টাটা গ্রুপের এই কনসালটেন্সি পরিষেবা প্রদানকারী সংস্থা। প্রতি বছর ১২ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে TCS এর মুনাফা, এমনই তথ্য তুলে ধরা হয়েছে সেই রিপোর্টে। গত বছরেও প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংস্থার প্রফিট। আর এই রিপোর্টের পরই আজ এক লাফে বেড়ে গেল সংস্থার শেয়ারের দাম। টিসিএসের মতোই মুনাফার মুখ দেখল সংস্থায় বিনিয়োগকারীরাও।