
কলকাতা: একটা সিদ্ধান্ত, তারপর আন্তর্জাতিক মহলে শুরু হয়ে গেল রীতিমতো হইচই। চোখ-কান ‘বন্ধ করে’ বন্ধু-শত্রু ভুলে ‘শুল্কাঘাত’ ট্রাম্পের। তিনি ‘হামলা’ চালিয়ে দিয়েছেন। মার্কিন মুলুককে ফের ‘স্বাধীন’ করে পারস্পারিক শুল্ক নীতির ঘোষণা করে দিয়েছেন প্রেসিডেন্ট। এবার পালা সেই হামলার প্রতিক্রিয়া দেখার। আর তিনি সেটাই দেখছেন। প্রথমে চিনের পাল্টা শুল্ক। তারপর এবার বড় সিদ্ধান্ত জাগুয়ার ল্যান্ডরোভারের।
কী সেই সিদ্ধান্ত?
শনিবার টাটা গোষ্ঠী আওতাধীন ব্রিটিশ গাড়ি প্রস্তুতকারী সংস্থা জাগুয়ার ল্যান্ডরোভার জানিয়ে দিয়েছে, এই মাসের মতো তারা আমেরিকায় গাড়ি রফতানি বন্ধ করছে। একটি বিজ্ঞপ্তি জারি করে সংস্থা তরফে জানানো হয়েছে, ‘আমাদের ব্যবসায়ীক অংশীদারদের সঙ্গে বাণিজ্যিক পরিবেশ-পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমরা কিছু বিশেষ, তবে স্বল্পমেয়াদী পদক্ষেপ নিচ্ছি। যার জন্য এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ির রফতানি বন্ধ করা হবে।’
গত বুধবার মধ্যরাতে বিশ্বের প্রতিটি দেশের উপর অঙ্ক কষে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ব্রিটেন বন্ধু দেশ, কিন্তু পাল্টা শুল্কের বোঝা থেকে তাদেরকেও রেহাই দেননি তিনি। আবার সেই সর্বজনীন শুল্ক চাপিয়েও কিন্তু ক্ষান্ত হননি ট্রাম্প। চাপিয়েছেন ২৫ শতাংশ অটো-মোবাইল শুল্কও। তাতেই চটেছে ব্রিটেন। কারণ, আমেরিকায় গাড়ি রফতানির দিক থেকে শীর্ষে ব্রিটেন। এই শুল্কে আখেড়ে যে তাদের ক্ষতি তা কার্যত তাদের কাছে স্পষ্ট।
ট্রাম্পের ‘শুল্কাঘাতের’ পরেই কিন্তু দাম পড়েছিল টাটা মোটরসের শেয়ারেরও। বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, মূলত প্রেসিডেন্টের হুঙ্কারের পর যুক্তরাষ্ট্রে বিপদে পড়তে চলেছে জাগুয়ার ল্যান্ডরোভার। বিক্রি কমতে পারে তাদের। সেই সূত্র ধরেই পড়ছে দাম। আর এই আবহে এবার নিজেদের মার্কিন-অপারেশন বন্ধ করল টাটার জাগুয়ার।