TCS Layoffs: নজর রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী, রুখে দেওয়া যাবে TCS-এর ১২ হাজার কর্মী ছাঁটাই?

TCS Layoffs: ভারতের অন্যতম তথ্য ও প্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থা টিসিএস-এর কর্মী ছাঁটাইয়ের ঘোষণা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। তাই এই সিদ্ধান্তের পর থেকে সংস্থার সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা করেছে অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রক।

TCS Layoffs: নজর রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী, রুখে দেওয়া যাবে TCS-এর ১২ হাজার কর্মী ছাঁটাই?
প্রতীকী চিত্র।Image Credit source: Getty Image

|

Jul 29, 2025 | 5:51 AM

নয়াদিল্লি: দেশের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক নজর রেখেছে টাটা গোষ্ঠীর আওতাধীন TCS-এর গতিবিধিতে। ১২ হাজার কর্মী ছাঁটাই নিয়ে শেষমেশ কী সিদ্ধান্ত নিচ্ছে সংস্থা, সবটাই নিজেদের নজরে রাখতে চায় অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রক।

সূত্র মারফৎ এই তথ্য পেয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যম ইকনমিক টাইমস। একটি প্রতিবেদনে তারা জানিয়েছে, দেশজুড়ে কর্মসংস্থান বৃদ্ধি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে সকল প্রকল্পের মাধ্যমে আরও কর্মসংস্থান তৈরি করা যেতে পারে, সেই দিকেই বাড়তি নজর দিয়েছে কেন্দ্র। একই সঙ্গে দেশের যুব প্রজন্ম যাতে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারে, নজর দেওয়া হয়েছে সেই দিকেও। এই আবহে ভারতের অন্যতম তথ্য ও প্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থা টিসিএস-এর কর্মী ছাঁটাইয়ের ঘোষণা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। তাই এই সিদ্ধান্তের পর থেকে সংস্থার সঙ্গে যোগাযোগ তৈরির চেষ্টা করেছে অশ্বিনী বৈষ্ণবের মন্ত্রক।

কী কারণে রাতারাতি হাজার হাজার কর্মীর নাম মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কোন কারণগুলি গোটা ব্যাপারটায় মদত জোগাচ্ছে? কাদেরই বা চাকরি যেতে চলেছে? সবটা নিয়ে উদ্বিগ্ন হয়েছে কেন্দ্রের এই দফতর।

অবশ্য, এই প্রসঙ্গে আগেই কিছু তথ্য প্রদান করেছে টিসিএস কর্তৃপক্ষ। ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘোষণার পরেই এর নেপথ্যে যুক্তিও তুলে ধরে সংস্থা। তারা জানায়, আরও নতুন নতুন ক্ষেত্রে নিজেদের বিনিয়োগ বাড়াতে চায় টিসিএস। এই নতুন ক্ষেত্রগুলির মধ্যে শীর্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই কারণেই ‘বাড়তি’ কর্মীদের সরাতে উদ্যত্ত হয়েছে তারা। তার পরিবর্তে জায়গা দিতে চলেছে AI-কে। পাশাপাশি, যাদের সরিয়ে দেওয়া হবে, তাদেরকে কাউন্সেলিং-সহ একাধিক সুবিধাও প্রদান করা হবে বলে জানানো হয়েছে সংস্থা তরফে।