
নয়াদিল্লি: ভারতে যে টেসলা আসছে, সেই নিয়ে পাকাপাকি খবর অনেকদিন আগেই হয়ে গিয়েছে। সংস্থা সূত্রে জানা গিয়েছিল, টাটার হাত ধরেই মুম্বই থেকে নিজেদের ব্য়বসা শুরু করবে তারা। শনিবার আবার নিজের এক্স হ্যান্ডেলে সেই নিয়ে একটা পোস্ট করে ফেললেন ইলন মাস্ক।
মার্কিন শিল্পপতির সেই পোস্টে দেখা গেল, টেসলার লোগো দিয়ে লেখা ইন্ডিয়া। নীচে লেখা, ‘জুলাই, ২০২৫’। তা হলে কি এই মাসেই ভারতে ঢুকে পড়ছে টেসলা? বলে রাখা ভাল, এই পোস্ট ক্ষণিকের মধ্যেই ডিলিট করে দেন তিনি।
তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাস্ক নিজের পোস্ট ডিলিট করলেও ভারতে টেসলার ভাগ্য বদলাচ্ছে না। কারণ, চলতি মাসের ১৫ তারিখ মুম্বইয়ের ব্যান্ড্রাতে নিজেদের প্রথম শোরুম খুলতে চলেছে তারা। কিন্তু জুলাইতেই টেসলার শোরুম খুললেও, প্রথম ডেলিভারি হবে আগস্ট মাসে।
একটি পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১০ লক্ষ মার্কিন ডলারের বৈদ্যুতিক গাড়ি, চার্জার-সহ একাধিক যন্ত্রপাতি চিন ও আমেরিকা থেকে ভারতে আমদানি করেছে টেসলা। এই গাড়িগুলির মধ্যেই রয়েছে মোট ছয়টি মডেল Y SUV, যার মধ্য়ে পাঁচটির দর ৩২ হাজার মার্কিন ডলার ও একটির দর ৪৬ হাজার মার্কিন ডলার।
তবে ভারতে টেসলার আগমন ঘটলেও, দাম নিয়ে সাধারণকে বেগ পেতে হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ভারতের উচ্চ আমদানি করের জেরে মার্কিন টেসলার দর ভারতে ওই দেশের তুলনায় অনেকটাই বেশি পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবার তা কত টাকা গন্ডি ছুঁয়ে ফেলবে, সেই নিয়ে এখনও একটা সন্দেহ রয়েছে।